বতর্মান সময়ে বেশিরভাগ মানুষ-ই কোনো ভালো একটা পেনশন যোজনায় (pension Yojana) টাকা জমা রাখতে পছন্দ করেন। কারণ বর্তমান সময়ে সব ভালোভাবে চললেও ভবিষ্যতে কর্ম থেকে অবসর নেওয়ার পর তাদের দিনগুলো কেমন করে যাবে, সেই চিন্তা থেকে মুক্ত হতেই পেনশন যোজনায় টাকা রাখা। কর্ম থেকে অবসর নেওয়ার পর বৃদ্ধ বয়সে যাতে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য কোনো পেনশন যোজনায় টাকা রাখা একটা বুদ্ধিমানের কাজ। আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে এমন একটি পেনশন যোজনা সম্পর্ক তথ্য শেয়ার করবো,যেখানে আপনি একবারে কিছু টাকা জমা করে একটা নির্দিষ্ট সময়ের পর প্রতি মাসে ১১০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ যেখানে নিজের টাকা সহ্য করতে ভালোবাসেন সেটা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে LIC.এলআইসি তে বিনিয়োগ করার জন্য বা টাকা জমা রাখার জন্য বিভিন্ন ধরনের স্কিম বা প্ল্যান রয়েছে, তার মধ্যে একটি ভালো পেনশন স্কিম হলো এলআইসি জীবন শান্তি পলিসি(LIC Jiban Shanti Policy) এলআইসির এই পেনশন যোজনায় ৩০ থেকে ৭৮ বছরের যেকোনো ব্যক্তি চাইলে শুধুমাত্র নিজের জন্য যেমন খাতা খুলতে পারে,আবার চাইলে আপনি যৌথভাবেও টাকা জমা করতে পারেন।।
কিভাবে প্রতিমাসে ১১,০০০ পাবেন?
এলআইসি জীবন শান্তি পেনশন পলিসি থেকে প্রতিমাসে পেনশন পাওয়ার জন্য নিয়ম খুবই সহজ।। এই পেনশন যোজনায় আপনাকে একবারই টাকা জমা করতে হবে। এখানে আপনি সর্বনিম্ন ১.৫০ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। যদি আপনি এখানে দেড় লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি এখান থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন পাবেন। একইভাবে যদি আপনি এখানে একেবারে ১০ লক্ষ টাকা জমা করেন, তাহলে এই পলিসির সময়সীমা পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে প্রতি মাসে ১১,০০০ টাকা করে পেনশন পাবেন।। তাই আপনার যে রূপ সামর্থ্য রয়েছে,আপনি সেই সামর্থ্য অনুযায়ী এলআইসি জীবন শান্তি পেনশন পলিসিতে টাকা জমা করে প্রতি মাসে মাসিক পেনশন নিতে পারেন।।