ভারতের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI। আর এই ব্যাংকেই রয়েছে কোটি কোটি মানুষের একাউন্ট। ভরসা করা ছাড়াও অন্যান্য ব্যাংকের তুলনায় SBI দেয় টাকা বিনিয়োগে সবচেয়ে বেশি পরিমাণে সুদ অন্যান্য ব্যাংকের তুলনায়। আর এই কারণেই দেশের মানুষের প্রথম পছন্দের ব্যাংক হিসেবে SBI রয়েছে শীর্ষে স্থানে। কিন্তু এবারে SBI নিয়ে একটি খারাপ খবর সামনে আসছে। আর তা হলো SBI কোন কারণ ছাড়াই নাকি গ্রাহকদের একাউন্ট থেকে কেটে নিচ্ছে ৪৩৬ টাকা।
এই মে মাসেই প্রত্যেক SBI গ্রাহকের একাউন্ট থেকে ৪৩৬ টাকা কেটে নেয়া হবে। এতে অনেকের হয়তো মনে হতে পারে যে, এই টাকা নিশ্চয়ই ডেবিট কার্ড (debit card) রক্ষণাবেক্ষণ এবং GST সহ অ্যাকাউন্ট মেনটেনেন্সের (Account maintenance) জন্য টাকা কাটা হচ্ছে। কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেই যে এটি একেবারেই সত্যি নয়। ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণ এবং অ্যাকাউন্ট মেনটেনেন্সের চার্জ সাধারণত এতো টাকা হয়না, বরং ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণ এবং অ্যাকাউন্ট মেনটেনেন্সের চার্জের টাকা আগেই টাকা হয়েছিল GST বাবদ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন তাহলে কোন কারণ ছাড়াই ৪৩৬ টাকা গ্রাহকদের একাউন্ট থেকে কাটবে SBI? চলুন যেনে নেই। আর এই ৪৩৬ টাকা কাঁটা আপনি বন্ধ করবেন কিভাবে সেটাও বলবো আপনাদের।
এই কারণে ৪৩৬ টাকা কাটা হবে গ্রাহকদের একাউন্ট থেকে:
আসলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) জন্য গ্রাহকদের একাউন্ট থেকে মে মাসে ৪৩৬ টাকা কাটা হবে। এই টাকা অটো ডেবিটের (auto debit) মাধ্যমে কাটা হবে গ্রাহকদের একাউন্ট থেকে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হচ্ছে একটি জীবন বিমার মতো যা কেন্দ্র সরকার ২০১৫ সালে চালু করেছিল, এবং যার প্রিমিয়াম বাবদ এই ৪৩৬ টাকা দিতে হবে আপনাকে। অপরদিকে আপনার যদি পোষ্ট অফিসের একাউন্ট থেকে থাকে তাহলেও এই টাকা আপনার একাউন্ট থেকে কাঁটা যাবে। জানিয়ে যেই যে, ১৮ থেকে ৫০ বছর বয়সী লোকদের একাউন্ট থেকে শুধুমাত্র এই ৪৬৩ টাকা কাঁটা হবে।
কিভাবে টাকা কাটা বন্ধ করবেন?
আপনি খুব সহজেই ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা থেকে নাম তুলে নিলে একাউন্ট থেকে ৪৩৬ টাকা কাঁটা বন্ধ করতে পারবেন। এছাড়াও আপনার ব্যাংক একাউন্ট যদি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলেও এটি আপনি বন্ধ করতে পারবেন।