মে মাসে ১১ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক! বিরাট ছুটি ঘোষণা, ব্যাংকে যাওয়ার আগে দেখেনিন ছুটির তালিকা

আর মাত্র কটা দিন এরপরই শুরু হচ্ছে মে (may) মাস। আর এই মে মাসেই ১১ দিন ছুটি থাকবে দেশের বিভিন্ন ব্যাংক। সাধারণত বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ব্যাংক গুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI, তাই আপনার যদি ব্যাংকে কোন গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাহলে মে মাসে ব্যাংক ছুটির তালিকা দেখে অবশ্যই ব্যাংকে যাবেন। নয়তো দেখা গেল আপনি ব্যাংকে গেলেন ব্যাংক বন্ধ, তাহলে কোন কাজ না করেই বাড়ি ফিরে আসতে হবে আপনাকে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মে মাসে, ২০২৩ এর ব্যাংক ছুটির তালিকা:

১) পয়সা মে: এদিন পয়সা মে থাকার কারণে দেশের বিভিন্ন ব্যাংক গুলো বন্ধ থাকছে। ব্যাঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা অন্যতম।

২) ৫ মে: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে প্রায় সারা দেশে।

৩) ৭ মে: রবিবার থাকার কারণে দেশের সমস্ত ব্যাংক গুলো বন্ধ থাকবে। এদিন এমনিতেও সরকারি ছুটি।

৪) ৯ মে: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৫) ১৩ মে: এদিন দ্বিতীয় শনিবার থাকার কারণ দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৬) ১৪ মে: রবিবার (Sunday)।

৭) ১৬ মে: এদিন সিকিমের প্রতিষ্ঠাতা দিবস, তাই গ্যাংটক এ সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৮) ২১ মে: রবিবার ব্যাংক বন্ধ।

৯) 22 মে : মহারানা প্রতাপ জয়ন্তীর জন্য সিমলায় ব্যাংক বন্ধ থাকছে এই দিন।

১০) ২৭ মে: চতুর্থ শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

১১) 2৮ মে: রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ এই দিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment