শূন্যপদ ৩০৯ টি, এয়ারপোর্টে ৪০ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ, আবেদন করুন ফটাফট

তিনশোর অধিক সংখ্যক শূন্য পদে, জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি খালি রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়। মাসিক ৪০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন রয়েছে উক্ত পদের। যারা এয়ারপোর্ট অফ ইন্ডিয়ায় এই উচ্চ বেতনের পদে চাকরি করতে ইচ্ছুক,তাদের আজকের এই চাকরির খবরটি বিস্তারিত করে দেখার অনুরোধ রইলো। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত পড়ে দেখতে পারেন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে যে পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে সেটি হলো ‘জুনিয়র এক্সিকিউটিভ’ (এয়ার ট্রাফিক কন্ট্রোল)

শূন্যপদ সংখ্যাঃ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে বর্তমানে মোট ৩০৯টি শূন্য পদে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে।

মাসিক বেতনঃ

জুনিয়র এক্সিকিউটিভ পদে যারা সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে ৪০,০০০/- টাকা থেকে শুরু করে ১,৪০,০০০/-টাকা পযর্ন্ত।

বয়স সীমাঃ

সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদে আবেদনযোগ্য। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ

উক্ত পদে সমস্ত প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন যাদের মূলত Bachelor Of Science (B.Sc) অথবা Bachelor Of Technology (B.Tech) ডিগ্রী রয়েছে এবং যাদের দশম বা দ্বাদশ শ্রেণীতে অন্ততপক্ষে ৬০% নম্বর রয়েছে।

 

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারী প্রার্থীদের চারটি ধাপে বাছাই করে নিয়োগ করা হবে। যথা-

) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা

) Physical Test সহ অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদনমূল্য:

OBC/ General / EWS শ্রেণির প্রার্থীদের ১০০০/- টাকা আবেদনমূল হিসেবে দিতে হবে। বাকি ক্ষেত্রে SC/ST/PwBD প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।

 

আবেদন পদ্ধতি: 

উক্ত পদে অনলাইন আবেদন করার জন্য-

১) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অবসর পোর্টাল ভিজিট করুন

২) দ্বিতীয় ধাপে সেখানে লেখা ‘ Recruitment For Junior Executives’ বাটনে ক্লিক করুন।

৩) সেখানে ক্লিক করার পর আপনার সামনে যে আবেদন পেজ আসবে,সেই পেজটি ফিলাপ করে সেটা সাবমিট করে অনলাইন আবেদন করুন।

৪) নিজে অনলাইন আবেদন না জানাতে পারলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন জানাতে পারেন।

আবেদন করুন: Apply Now

Download official notification

▪ আবেদনের শেষ দিন : ২৪/০৫/২০২৫

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment