কন্যাশ্রী প্রকল্প ছাড়াও রাজ্যের মেয়েদের জন্য এমন একটি আর্থিক প্রকল্প রয়েছে; যেখানে রাজ্যের মেয়েরা সরকার থেকে পেয়ে থাকে মোটা অংকের আর্থিক সহায়তা। রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প থেকে ৫০০ বা ১,০০০০ টাকা নয়! বরং একেবারেই পাওয়া যায় নগদ ২৫ হাজার টাকা। রাজ্যের বিশেষ এই আর্থিক প্রকল্প সম্পর্কে যদি আপনি এখনো পর্যন্ত না জেনে থাকেন এবং এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রূপশ্রী প্রকল্প’। রূপশ্রী প্রকল্পে মূলত পশ্চিমবঙ্গের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। যারা ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পের ১৮ হাজার টাকার সহায়তা পেয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারে।
রূপশ্রী প্রকল্পে আবেদন জানানো শর্ত:
অন্যান্য প্রকল্পের মতো রূপশ্রী প্রকল্পের আবেদন জানানোর ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো-
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২) আবেদনকারীর বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে;
৩) যেহেতু এই প্রকল্প দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করে সেই কারণে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৪) এবং যিনি আবেদন করছেন তার এটা প্রথম বিয়ে হতে হবে।
রূপশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া:
উপরিক্ত শর্তগুলি আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য হলেই খুব সহজেই আবেদনকারী অনলাইনে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। আরেকটা বিষয় কন্যাশ্রী প্রকল্পের টাকা পাওয়ার পরেও রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। প্রতিবছরের রূপশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলে তাই যদি এই প্রকল্পে আবেদন জানাতে আগ্রহী ভাবে থাকেন তাহলে আপনি নিকটবর্তী সাইবার ক্যাফে বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সঠিকভাবে আবেদন করার ১০-১৫ দিনের মধ্যেই আপনার একাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে। যদি টাকা না পান তখন আপনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন।