বেতন প্রতিমাসে ৫০ হাজার টাকা, কলকাতা কোর্টে ট্রান্সলেট পদে কর্মী নিয়োগ! আবেদন করুন

মাসিক ৫০,০০০ টাকা বেতনের চাকরি খালি রয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ করা হবে কোনরকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ’র মাধ্যমে। দেখে নিন কলকাতা হাইকোর্টে কোন পদে চাকরি খালি রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে এবং কিভাবেই বা আবেদন জানাতে হবে।

 

পদের নাম:

কলকাতা হাইকোর্টে যে পদে চাকরি খালি রয়েছে তা হলো ট্রান্সলেটর। মোট চারটি শূন্যপদে ট্রান্সলেটর নিয়োগ করা হবে।

বয়স সীমাঃ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৬৫ বছরের নিচে হতে হবে.

শিক্ষাগত যোগ্যতাঃ

শিক্ষাগত যোগ্যতার বিষয়টা অফিশিয়ার বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন।।

 

মাসিক বেতনঃ

কলকাতা হাইকোর্টের উক্ত ট্রান্সলেটর পদের মাসিক বেতন রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

নিয়োগ প্রক্রিয়াঃ

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি সাক্ষাৎকার বা পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদনপ্রক্রিয়াঃ

প্রার্থীদের অফলাইন আবেদন জানাতে হবে। অফলাইন আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের একটি আবেদনপত্র মুখবন্ধ খামে পড়ে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরো পড়ুন: সেন্ট্রাল ব্যাংক ৩৬৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ “Registrar (Recruitment & Management),High Court, Appellate Side, Calcutta, New Administrative Block, High Court, Calcutta,New Secretariat Building, Block „B‟, 6th Floor,1, Kiran Shankar Ray Road, B.B.D. Bag, Kolkata-700 001”

আবেদনের তারিখঃ ১৮/০৩/২০২৫

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment