সরাসরি ইন্টারভিউ দিয়ে কলকাতা এয়ারপোর্টে Ground staff নিয়োগ! জেনে আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা যারা এভিয়েশন সেক্টরে চাকরি করতে চান তাদের জন্য দুর্দান্ত একটি চাকরির অপর্চুনিটি নিয়ে এসেছে ইন্ডিগো এয়ারলাইন ( Indigo Airlines recruitment 2025)। সেখান সরাসরি ইন্টারভিউ দিয়ে গ্রাউন্ড স্টাফ পদ সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে থেকে। তাই আপনি যদি ইন্ডিগো এয়ারলাইন্সের উক্ত পদের জন্য আবেদন করতে চান অথবা ইন্টারভিউ দিতে চান তাহলে বিস্তারিত জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।

পদের নাম:

এখানে ইন্ডিগো এয়ারলাইন্সের উক্ত পদের নামটি হচ্ছে Officer-AO&CS in the role of ramp, Kolkata

শূন্য পদ সংখ্যা:

যদিও এখানে সংস্থার তরফ থেকে শূন্যপদ সংখ্যা বলা হয়নি।  তবে মোটামুটি বেশ ভালোই শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনকারীরা এখানে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ( graduation) ডিগ্রী অর্জন করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

অফিসিয়াল তথ্য অনুযায়ী সংস্থার তরফ থেকে প্রার্থীদের এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ২৭ বছর।

 

 মাসিক বেতন:

ইন্ডিগো এয়ারলাইন্সের Officer-AO&CS in the role of ramp, পদের জন্য মাসিক বেতন আনুমানিক ২০,০০০ থেকে ২৫,০০০ এর মধ্যে দেওয়া হবে। এছাড়াও এতে অন্তর্ভুক্ত থাকবে পরিবহন ভাতা, স্বাস্থ্য ভাতা এবং বীমা ভাতাসহ বিভিন্ন ভাতা।

জব লোকেশন:

কলকাতা এয়ারপোর্ট ( Kolkata Airport)

নিয়োগ প্রক্রিয়া:

এখানে প্রার্থীদের সরাসরি  ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের ফর্ম পূরণ করতে হবে এবং এরপর যারা যারা shortlist হবেন তাদের ইমেইল করা হবে।

আরো পড়ুন: Bank of Baroda তে কর্মী নিয়োগ, ৪ হাজার শূন্যপদ

প্রয়োজনীয় ডকুমেন্টস ( সঙ্গে করে নিয়ে যেতে হবে): 

১) মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট।

২) উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট।

৩) সমস্ত সেমিস্টার অনুযায়ী গ্রাজুয়েশন পাশের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট।

৪) আধার কার্ড

৫) প্যান কার্ড

৬) নিজের একটি updated CV

• আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: ASAP ( যতো তাড়াতাড়ি সম্ভব)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment