মাত্র ৬ মাসের internship করিয়ে IDBI ব্যাংকে থাকছে চাকরির সুযোগ (IDBI Bank recruitment 2025)। হাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে IDBI ব্যাংক। যেখানে ট্রেনিং চলাকালীন মিলবে মাসিক ১৫ হাজার টাকা বেতন। এবং ব্যাংকে চাকরির সুযোগ। তাই আপনি যদি IDBI ব্যাংক internship এর জন্য আবেদন করতে চান বিস্তারিত জেনে নিন।
পদের নাম:
এখানে পদের নামটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার ( junior Assistant manager)।
শূন্যপদ সংখ্যা:
অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রাজ্যর শূন্যপদ সংখ্যা মিলিয়ে এখানে ৬৫০ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদের মাসিক বেতন ১৫,০০০০/- টাকা স্টাইপেন দেওয়া হবে।
বয়সসীমা:
এখানে ২০ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC চাকরি-প্রার্থীদের জন্য বয়সের ছাড়া থাকবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও পরীক্ষার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে প্রার্থীদের।
আরো পড়ুন: এয়ারপোর্টে গ্রুপ সি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাস
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদন করার জন্য আবেদনকারীদের নিচে দেওয়া লিংকে ভিজিট করতে হবে। এরপর মোবাইল ল্যান্ডস্কেপ মোড করে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হবার পরে আবেদন করা যাবে
আবেদন মূল্য: ST/SC/pwd – 250/- টাকা এবং বাকিরা 1050/- টাকা।
আবেদন করার শেষ তারিখ: এখানে খানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১-ই মার্চ থেকে যা চলবে ১২-ই মার্চ পর্যন্ত।
আবেদন করুন: Apply Now