যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের, কেন্দ্র সরকারের চাকরি করার স্বপ্ন দেখেন,তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। কারণ ন সম্প্রীতি ইন্ডিয়ান মার্চেন্ত নেভিতে মাধ্যমিক পাস,উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই চাকরির খবরে, ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।
পদের নাম ও শূন্যপদ সংখ্যাঃ
ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে মূলত যে পদ গুলোতে নিয়োগ করা হবে
▪
পদের নাম | শূন্যপদ সংখা |
---|---|
Row 1 Data 1 | Row 1 Data 2 |
Row 2 Data 1 | Row 2 Data 2 |
Row 3 Data 1 | Row 3 Data 2 |
Row 4 Data 1 | Row 4 Data 2 |
Row 5 Data 1 | Row 5 Data 2 |
Row 6 Data 1 | Row 6 Data 2 |
Row 6 Data 1 | Row 6 Data 2 |
মাসিক বেতন:
উপরে যে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে তার সর্বনিম্ন মাসিক বেতন রয়েছে ৩৮,০০০/ টাকা এবং সর্বোচ্চ ৮৫,০০০/ টাকা। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা পদ অনুযায়ী মাসিক বেতন দেখে নিতে পারেন।
বয়স সীমা:
প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৭ বছর। এছাড়াও সংরক্ষিত
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে:
যদি আপনার শুধুমাত্র মাধ্যমিক পাস (Only 10th Pass) যোগ্যতা থেকে থাকে, তাহলেই আপনি যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ ইলেকট্রিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি আপনার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পৃষ্ঠায় আপনি পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য তথ্য দেখে নিতে পারেন।
আবেদন পদ্ধতি:
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে। নিচে দেওয়া ‘APPLY NOW’ বাটনে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টাল ভিজিট করে, সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারেন।
** অনলাইন আবেদন সংক্রান্ত সমস্ত গাইডলাইন পেতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন।
আবেদন মূল্যঃ
যেকোনো একটি পদে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
• আবেদন করুন: Apply Now
আবেদন করুন শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫