Call centre job recruitment: কলকাতায় কল সেন্টারে কর্মী নিয়োগ! বেতন ১৯ হাজার টাকা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা কম শিক্ষাগত যোগ্যতা ভালো বেতনের চাকরি খুঁজে থাকেন। আজ তেমনই একটি চাকরির অপরচুনিটি নিয়ে হাজির হয়েছে আমরা। যেখানে মাসিক ১৯ হাজার টাকা বেতনে কলকাতার একটি কল সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনার যদি এতে বিশেষ আগ্রহ থাকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন এবং এই চাকরির সমন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।

 

পদের নাম:

এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ ( customer support Executive)

মাসিক বেতন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা এই পদে চাকুরী পাবেন তাদের মাসিক বেতন ১৫,০০০/- টাকা থেকে ১৯,০০০/- টাকা দেওয়া হবে। এবং সাথে থাকবে Attended ভাতা ১ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা এখানে যে কোন শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। তবে ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল এবং রাইটিং স্কিল থাকতে হবে।

 

কাজের ধরন:

এখানে আপনাকে গ্রাহকদের ফোন বা চ্যাটের মাধ্যমে সহায়তা প্রদান করতে হবে। তাদের সমস্যা সমাধান, তথ্য সরবরাহ এবং অভিযোগ গ্রহণ করার পাশাপাশি কোম্পানির সেবা বা পণ্য সম্পর্কে আপনাকে গ্রাহকদের গাইড করে।

জব লোকেশন:

অফিসিয়াল তথ্য অনুযায়ী কলকাতার Salt Lake, sector 5 এ নিয়োগ করা হবে।

আরো পড়ুন: ইউনিয়ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শেষ তারিখ ১৯/৩/২০২৫

কাজের সময়সীমা:

এটি একটি US নাইট শিফট ওয়ার্ক। অর্থাৎ আবেদনকারীদের এখানে রাতের বেলায় কাজ করত হবে। ৫ দিন কাজ এবং সপ্তাহে দুই ২ দিন ছুটি।

আবেদন পদ্ধতি:

আগ্রহীদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য অথবা WhatsApp – এ নিজে CV জমা দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব।

বিঃদ্রঃ – যে চাকরিতে আবেদন করার পূর্বে নিজে একবার যাচাই-বাছাই করে নেবেন। আমরা উক্ত চাকরির খবরটি LinkedIn থেকে সংগ্রহ করেছি। আমরা হলাম একটি চাকরির খবরের সংস্থা।

যোগাযোগ/ whatsapp – ( HR Sanika – 9867044929)

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment