বেসিক কম্পিউটার জানলেই চাকরি, Amazon এ ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ! আবেদন করুন

যারা বাড়িতে বসে চাকরি করতে চান অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আমাজন ইন্ডিয়া (Amazon work from home job)। যেখানে বেসিক কম্পিউটার নলেজ থাকলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। এমনকি মাসিক বেতনও ভালো টাকা দেওয়া হবে। চলুন বিস্তারিত তথ্য এ বিষয় জেনে নেই। এবং সবশেষে থাকবে আবেদন পদ্ধতি এবং আবেদন করার লিংক।

 

পদের নাম:

এখানে অ্যামাজন ইন্ডিয়ার যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে: Supply Chain Associate 

শূন্যপদ:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উক্ত পদে কতগুলো শূন্যপদ সংখ্যা রয়েছে সেটা জানানো হয়নি সংস্থার তরফ থেকে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা দেশের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটারের বেসিক নলেজ যেমন Excel জানা থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

অ্যামাজনের Supply Chain Associate পদের মাসিক বেতন ২৫,০০০/- টাকা দেওয়া হবে প্রার্থীদের।

 

চাকরির ধরন:

ওয়ার্ক ফ্রম হোম জব ( Work from home Job), অর্থাৎ এখানে ঘরে বসে চাকরি করতে হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

ইচ্ছুক যাকে প্রার্থীদের জন্য আমাজন ইন্ডিয়ার উক্ত পদের আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। সেই লিংকে ক্লিক করে এবং একটি account তৈরি করে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদনকারীদের এখানে সিভি নির্বাচন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং আবেদন করার পর এবার মারফত সমস্ত তথ্য দেওয়া হবে প্রার্থীদের।

 

আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব।

আবেদন করুন: Apply Now

বিঃদ্রঃ – আবেদন করার পূর্বে নিজ দায়িত্বে সমস্ত তথ্য একবার নিজে ভেরিফাই করে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment