AAI Recruitment: উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, এয়ারপোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! বেতন ৩৬,০০০/- টাকা।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তথা AAI এর তরফ থেকে সাম্প্রতিক সময়ে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যে কোন জেলার যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৩৬,০০০/- টাকা করে দেওয়া হবে AAI এর তরফ থেকে। তাই আপনি যদি বর্তমানে একটি চাকরি খুঁজছেন এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে চাকরি করতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ে জেনে নিন এখানে আবেদনের পদ্ধতি এবং শেষ তারিখ।

 

পদের নাম:

অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যেই পদে কর্মী নিয়োগ হবে উক্ত পদের নামটি হচ্ছে Junior Assistant (Fire Services)।

শূন্য পদ সংখ্যা:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৬৮ টি মতো। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা চাইলে এখানে আবেদন করতে পারবেন।

AAI post details

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুসারে প্রার্থীদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ( 12th pass) সেই সাথে driving licence থাকতে হবে।

মাসিক বেতন:

এখানে junior assistant পদের মাসিক বেতন বলা হয়েছে ৩৬,০০০/- টাকা থেকে ১১,০০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

 

বয়সসীমা:

আবেদনকারীদের এখানে উপযুক্ত বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

আপনি যদি এয়ারপোর্ট অথরটি অফ ইন্ডিয়ার উক্ত পদে আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া আবেদনের লিংকে ক্লিক করতে হবে আপনাকে। এরপর উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে গেলে পেজটি লগইন করতে হবে আপনাকে। এরপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উক্ত পদটি বেছে নিয়ে আপনাকে অনলাইনে আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য: 

• SC/ST/PwBD/ – Free/-

• General/OBC – 1,000 টাকা।

নিয়োগ প্রক্রিয়া:

এখানে আবেদনকারীদের শারীরিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪/০৩/২০২৫

আবেদন করুন: Apply Now

Download official notification 

বিঃদ্রঃ যারা যারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উক্ত পদে আবেদন করবেন তাঁরা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে চোখ রাখুন ( CLICK HERE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment