বিরাট সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে,ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়’। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা, বড় কোনো ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন,তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। নিম্নে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
▪ পদের নাম ও শূন্যপদ সংখ্যাঃ ভারতের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬০০’র অধিক সংখ্যক শূন্য পদে ‘SBI Probationary Officer (PO) নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন: SBI Probationary Officer পদের মাসির বেতন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা না হলেও, প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত পদে আপনার মাসিক বেতন শুরু হতে পারে ৪৪,০০০/ থেকে ৪৫,০০০ টাকা থেকে।
▪ বয়সঃ ২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারেন তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? : যদি আপনি যেকোন শাখায় স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এমনকি আপনি আপনার গ্রাজুয়েশনের শেষ সেমিস্টারে থেকেও উক্ত পদে আবেদন জানাতে পারেন।
▪ নিয়োগ পদ্ধতিঃ নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে। প্রথমত একটি ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের মেইন্স পরীক্ষা এবং তৃতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে প্রার্থী নিয়োগ হবে।
▪ আবেদন পদ্ধতি : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন সংক্রান্ত সমস্ত গাইডলাইন এবং পদ্ধতি আপনারা অবসর বিজ্ঞপ্তিতে পাবেন। তাই অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিভক্তি ভালো করে বারবার পড়ে নেবেন।
• আবেদন করুন: Apply Now
Download official notification
আবেদন করার শেষ তারিখ: ১৭/০১/২০২৫