লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক ৫০০ এবং ১,০০০ টাকা নয়, কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা পেয়ে থাকেন মাসিক ২,১০০ টাকা। জানুন বিস্তারিত।
আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য যেমন লক্ষীর ভান্ডার নামক আর্থিক প্রকল্পটি রয়েছে, ঠিক সেরকমই কেন্দ্র সরকারেরও একটি বিশেষ আর্থিক প্রকল্প রয়েছে, যেখানে প্রতি মাসে মহিলারা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বিগুণ টাকা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৫০০, ১০০০ টাকার পাশাপাশি যদি আপনি কেন্দ্র সরকারের এই বিশেষ আর্থিক প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
রাজ্যের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে আরও স্বাবলম্বী এবং স্বনির্ভর করে তুলতে, কেন্দ্র সরকারের তরফে ‘মহিলা সম্মান নিধি যোজনা (Mahila Samman Nidhi Yojana) ‘ নামক একটি প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতোই মহিলারা প্রতি মাসে ২১০০ টাকা করে আর্থিক সহায়তা সরকারের কাছ থেকে পেয়ে থাকেন।
রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং সেইসঙ্গে ১৮ বছরের উর্ধ্বে যারা কোনো একটি সক্রিয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, সেই সকল মহিলাই ‘মহিলা সম্মান নিধি যোজনা’র জন্য আবেদন করতে পারেন।
এই প্রকল্পটির মুখ্য উদ্দেশ্যই হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাসিক ২১০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে তাদের আর্থিক দিক থেকে আরও স্বচ্ছ এবং স্বাবলম্বী করে তোলা। আপাতত এই আর্থিক প্রকল্পটি শুধুমাত্র দিল্লিতেই শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি শুরু করা হবে।