Wednesday, January 22, 2025

আবেদন করলে মিলবে ১ লক্ষ টাকা, কলেজ পড়ুয়াদের মোটা টাকার স্কলারশিপ দিচ্ছে LG! জানুন বিস্তারিত

সরকারি স্কলারশিপ নয়! ভারতে এমন একটি বেসরকারি স্কলারশিপ রয়েছে যেটা কিনা শিক্ষার্থীদের প্রদান করে থাকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত। ভারতের বিশেষ এই স্কলারশিপ সম্পর্কেই বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

 

ভারতে সরকারি স্কলারশিপের পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্কলারশিপ রয়েছে যেগুলো কিনা শিক্ষার্থীদের বেশ মোটা অংকের অর্থ প্রদান করে থাকে। ভারতের সেই সমস্ত বেসরকারি স্কলারশিপ এর মধ্যে একটি হলো ‘LG Electronic Life’s Good Scholarship Program’

 

কারা এই স্কলারশিপের সুবিধা পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

‘LG Electronic Life’s Good Scholarship’ কিন্তু স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নয়। যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেছেন, তারাই এই স্কলারশিপের সুবিধা পাবেন।

যারা বর্তমানে স্নাতক স্তরে ফার্স্ট, সেকেন্ড,থার্ড বা ফোর্থ ইয়ারে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া যারা ৬০ শতাংশ নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপ পাবেন।

 

LG Electronic স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়?

‘LG Electronic Life’s Good Scholarship’ কলারশিপের সর্বনিম্ন পঞ্চাশ এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা পাওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে কারা কত টাকা পেয়ে থাকেন যে সমস্ত ফলোয়ারা বর্তমানে স্নাতক স্তরে রয়েছেন তারা এই স্কলারশিপ থেকে ৫০ হাজার টাকা এবং যারা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপ থেকে ১,০০,০০০ টাকা পেয়ে থাকেন।

 

এল.জি ইলেকট্রনিক্স স্কলারশিপের শর্তাবলী :

অন্যান্য স্কলারশিপের মতো এই স্কলারশিপের ক্ষেত্রেও কিছু শর্তাবলী প্রযোজ্য। শর্তাবলির মধ্যে রয়েছে প্রথমত আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় অবশ্যই আট লক্ষ টাকার নিচে হতে হবে এবং সেই সঙ্গে আবেদনকারীর পরিবারের কেউ একজন অবশ্যই L.G ইলেকট্রনিক্সে কর্মরত থাকতে হবে। তাহলেই উক্ত স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিম্নলিখিত লিঙ্ক ভিজিট করুন।

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo