যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কারণ এই মুহূর্তে শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো লক্ষী রভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হতে চলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Laxmi Bhander Scheme) টাকা বাড়ানো নিয়ে এই মুহূর্তে ঠিক কি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদন।
আপনারা হয়তো সকলেই জানেন ২০২১ সালে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সহায়তা করতে লক্ষীর ভান্ডার প্রকল্পটি শুরু করেছিলেন। প্রথমে এই প্রকল্পে ৫০০ টাকা দেওয়া হলেও বর্তমানে এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা ১২০০ টাকা এবং বাকিরা ১০০০ করে পেয়ে থাকেন। তবে এখন শোনা যাচ্ছে, ২০২৫ সালে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ টাকা করা হবে।
যদি এটা হয় তাহলে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা ২০০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১৫০০ করে পাবেন। কিন্তু লক্ষীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা নিয়ে আপাততভাবে কিন্তু সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে অনেকেই মনে করছেন যে রাজ্যের মানুষকে খুশী করতে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হবে।