রাজ্যে বহুদিন পর, বেশ ভালো টাকা মাসিক বেতনে এবং খুবই কম শিক্ষাগত যোগ্যতা, গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ শুরু হয়েছে কলকাতা সিভিল কোর্টের তরফে। কলকাতা সিভিল কোর্টের তরকে গ্রুপ ডি লেভেলের যে সমস্ত পদে নিয়োগ করা হবে,সেই সমস্ত পদের মাসিক বেতন যেমন একদিকে খুবই ভালো,ঠিক একইভাবে এই পদগুলিতে আবেদনও করা যাবে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
▪ পদের নাম:
কলকাতা সিভিল কোর্টে যে পদ গুলোতে নিয়োগ হবে- ১) ইংলিশ স্টেনোগ্রাফার,
২) লোয়ার ডিভিশন ক্লার্ক
৩) ডেটা এন্ট্রি অপারেটর
৪) গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এসম্পর্কে সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিত উল্লেখ করা হলো।
১) প্রথম পদ:
কলকাতা সিভিল কোর্টের প্রথম যে পদে নিয়োগ করা হবে তা হলো ইংলিশ স্টেনোগ্রাফার। এই পদের জন্য শূন্যপদ খালি রয়েছে দুটি।
মাসিক বেতন:
ইংলিশ স্টেনোগ্রাফার পদের মাসিক বেতন ৩২,১০০/ টাকা থেকে ৮২,৯০০/ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
ইংলিশ স্টেনোগ্রাফার পদে আপনার করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে গ্রাজুয়েট বা স্নাতক পাস হতে হবে। এছাড়াও কোনো কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
বয়সসীমা:
আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
২) দ্বিতীয় পদ:
এখানে দ্বিতীয় পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শূন্যপদ সংখ্যা:
মোট ৪টি পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
২২,৭০০/ টাকা থেকে ৫৮,৫০০/ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।
বয়সসীমা:
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
৩) তৃতীয় পদ:
এখানে তৃতীয় পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
মাসিক বেতন:
ডেটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন রাখা হয়েছে ২২,৭০০/ টাকা থেকে ৫৮,৫০০/ টাকা পযর্ন্ত।
শূন্যপদ সংখ্যা:
মোট ৪টি পদে DEO নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশের পর কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যাদের ডিপ্লোমা কোর্স করা রয়েছে,শুধুমাত্র সেসমস্ত প্রার্থীরাই উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় থাকবে।
৪) চতুর্থ পদ:
কলকাতা সিভিল কোর্টে চতুর্থ পদ হিসেবে চারটি শূন্য পদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
গ্রুপ ডি পদের মাসিক বেতন রয়েছে ১৭,৭০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীর অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
অফিসিয়াল বিজ্ঞপ্তি নির্দেশ অনুযায়ী প্রার্থীদের কলকাতা সিভিল কোর্টের অফিসের ওয়েবসাইট ভিজিট করে,অনলাইন আবেদন জানাতে হবে।
• নিচে অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
• লিঙ্ক ভিজিট করে প্রথমে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করে নিয়ে, দ্বিতীয় ধাপে পুনরায় অফিসিয়াল পোর্টালে লগইন করে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।
• অফিশিয়াল বিজ্ঞপ্তির ১০,১১ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন।
আবেদন করার শেষ তারিখ: ১৬/০২/২০২৪
আবেদন মূল্য:
আবেদন করুন: Apply Now