উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, ইন্ডিগো এয়ারলাইন্সে cabin attendant পদে কর্মী নিয়োগ!

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। আপনি কি এভিয়েশন সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে cabin attendant নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কলকাতা লোকেশনে মাসিক ৩৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন বিস্তারিত পড়ুন আমাদের এ প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•পদের নাম: Indigo Airlines cabin attendant (Grade Tr)।

• শূন্যপদ: এয়ারলাইন্সের তরফ থেকে শূন্যপদ সংখ্যার বিষয়ে কিছু বলা হয়নি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন প্রকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ অর্থাত্ ১০+২ সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।

 

• মাসিক বেতন: যারা যারা ইন্ডিগো এয়ারলাইন্সের উক্ত পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে ৩৩,০০০/- টাকা করে দেওয়া হবে।

• জব লোকেশন: কলকাতা, দিল্লি, চন্ডিগড়, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, ছত্রিশগড় সহ ভারতের বিভিন্ন শহরের প্রার্থীর এখান থেকে আবেদন করতে পারবেন।

• কারা এখানে আবেদনের যোগ্য: 

১) ভারতীয় পাসপোর্ট ধারী নারী প্রার্থীরা।

২) যাদের উচ্চতা 155 সেন্টিমিটার (CM) উচ্চতা এবং IBM অনুসারে ওজন।

৩) যাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

৪) যারা উচ্চমাধ্যমিক পাশ করেছে।

৫) যাদের শরীরে কোন visible tattoo নেই।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আপনি যদি Indigo Airlines এর cabin attendant পদে চাকরি করতে চান তাহলে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর ‘create an account’ অপশন এ ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে এরপর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: ফিজিক্যাল ইন্টারভিউ এবং শারীরিক মাপকাঠির ভিত্তিতে নিয়োগ করা হবে।

• আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment