যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর। সম্প্রতি রাজ্যের একটি কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ সহ মাসিক ১৮ হাজার থেকে ৩৮ হাজার টাকা বেতনে ব্যাংকে স্টাফ নিয়োগ করা হবে। এমনটি উক্ত ব্যাংকে রাজ্যের যে কোন জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিশদে।
•পদের নাম: Sub Staff
• শূন্যপদ: এখানে ৪১ টি শূন্যপদে Sub Staff নিয়োগ করা হবে।
• ব্যাংকের নাম: Central Co-Operative Bank, purba Medinipur
• শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকের তরফ থেকে উক্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ১৮,৬০০/- থেকে ৩৮,৬০০/- টাকা দেওয়া হবে।
• বয়সসীমা: রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স ৩ থেকে ৫ বছর বয়স ছাড় দিয়ে, ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• নিয়োগ প্রক্রিয়া: বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে।
• আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া লিংক থেকে আবেদন পত্র ডাউনলোড করে এরপর তা ফিলাপ করে এবং প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদন মূল্য:
• General/OBC – 250/- টাকা।
• ST/SC – 150/- টাকা।
এই টাকা EFT অথবা Intra Bank Account ট্রান্সফার করে জমা করতে হবে প্রার্থীদের। এবং সেই স্লিপ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। কোন একাউন্টে টাকা জমা করতে হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
• আবেদপত্র পাঠানোর ঠিকানা: Chief Executive Officer, Tamluk Ghatal Central Co-operative Bank Ltd. P.O & P.S : Tamluk , Dist – Purba Medinipur West Bengal , Pin-721636
• আবেদন করার শেষ তারিখ: ২১/০১/২০২৫
Download official notification
বিঃদ্রঃ – যারা এখানে আবেদন করবেন তাঁরা পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পেতে এখানে নজর রাখুন ( VISIT HERE)