Thursday, January 2, 2025

মোটা টাকা মাসিক বেতন, ভারতীয় স্টেট ব্যাঙ্কে নতুন করে কর্মী নিয়োগ! শূন্যপদ ৬০০

ভারতের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬০০টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল জেলার ছেলে এবং মেয়ে, উভয় চাকরি প্রার্থীদের অনুরোধ, আজকের এই চাকরি খবরটি বিস্তারিত পদে দেখুন।

 

 

 •পদঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬০০ টি শূন্যপদে Probationary Officers নিয়োগ করা হবে।

SBI Post details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখা স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হলেই আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Probationary Officers পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে থাকা শিক্ষার্থীরা উক্ত পদের জন্য আবেদনযোগ্য।

▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এক্ষেত্রে আবেদনযোগ্য। তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 

▪ বেতনঃ SBI Probationary Officers চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ৪৮,৪৮০টাকা থেকে ৮৫,৯২০ টাকা পযর্ন্ত।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রথম একটি লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির ৮ নম্বর পৃষ্ঠায় পরীক্ষার সিলেবাস উল্লেখ করা হয়েছে। সেখান থেকে দেখে নিতে পারেন।

• পরীক্ষা কেন্দ্র ( Exam centre): 

Asansol, Durgapur, Hooghly, Kalyani, Kolkata, Siliguri

▪ আবেদনপ্রক্রিয়াঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইন আবেদন সম্পর্কে বিজ্ঞপ্তি ১০ নম্বর পৃষ্ঠাতে যাবতীয় গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন। এছাড়াও নিচে দেওয়া Apply now অপশন এ ক্লিক করেও আবেদন করা যাবে।

 

▪ আবেদন মূল্যঃ SC/ST/OBC/EWS প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। কিন্তু বাকি ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে।

আবেদনের শেষ তারিখঃ ১৬ই জানুয়ারি, ২০২৫

আবেদন করুন: Apply Now 

Download official notification

• বিঃদ্রঃ – যারা SBI এর উক্ত পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন। ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo