দেশ জুড়ে ১৩৭৩৫ টি শূন্যপদ, SBi ক্লার্ক পদে বিপুল কর্মী নিয়োগ! বেতন ১৯,৯০০ টাকা

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, যে সমস্ত যাকে প্রার্থীরা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা ব্যাংকে চাকরি করতে চাই তাদের জন্য সুখবর। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের ক্লার্ক পদের জন্য দেশজুড়ে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে মোট ১৩ হাজরেরও উপরে শূন্যপদ রয়েছে। তাই আপনি যদি SBI এর ক্লার্ক পদের জন্য আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে SBI এর পদের নামটি হচ্ছে SBI JUNIOR ASSOCIATES.

• মোট শূন্যপদ সংখ্যা: ১৩৭৩৫ টি। যার মধ্যে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১২৫৪ টি শূন্যপদ।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা দেশের যেকোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই SBI এর উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

 

•মাসিক বেতন: যারা SBI এর JUNIOR ASSOCIATES পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন বেসিক ১৯,৯০০/- টাকা দেওয়া হবে।

• বয়সসীমা: আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১/৪/২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৮ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 

•নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল তথ্য অনুযায়ী প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

• পরীক্ষা কেন্দ্র: আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, শিলিগুড়ি, কল্যাণী।

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য: 

• General/OBC/ EWS – 750/- টাকা।

• ST/SC – free/-

• আবেদন করার শেষ তারিখ: ১৭ ডিসেম্বর তারিখ থেকে শুরু এবং ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

• আবেদন করুন: Apply Now

Download official notification

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment