মহিলাদের জন্য কেন্দ্র সরকারের তরফে চালু করা হলো বিশেষ এক আর্থিক প্রকল্প। এক-দু হাজার নয়! বিশেষ এই আর্থিক প্রকল্পের মহিলারা পাবেন এককালীন দু লক্ষ টাকারও বেশি। অবিশ্বাস্য মনে হলেও এই প্রকল্প কিন্তু এমন কথাই বলছে। কেন্দ্র সরকারের বিশেষ এই আর্থিক প্রকল্প সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
সম্প্রতি হরিয়ানা রাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আর্থিক প্রকল্পে সম্পর্কে ঘোষণা করেছেন। প্রকল্পের নাম দেওয়া হয়েছে বিমা সখী যোজনা (PM Bima Shakhi Yojana). কেন্দ্র সরকারের এই প্রকল্পটি মূলত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির সঙ্গে যুক্ত। ভারতের সকল রাজ্যের ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং অন্ততপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন সকল মহিলাই কেন্দ্র সরকারের এই আর্থিক প্রকল্পের সুবিধা দিতে পারবেন।
কিভাবে বীমা শক্তি যোজনায় ২০০০০০ টাকা পাবেন?
কেন্দ্র সরকারের এই যোজনায় অন্ততপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন মহিলাদের,লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়াতে বীমা এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে। নিয়োগের পর তাদের তিন বছর বীমা এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে তাদের প্রথমে ৭০০০ পরের, দ্বিতীয় বছর ৬০০০ এবং তৃতীয় বছরে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও তারা যে বীমা করবেন, সেই বীমার মোটা লাভ্যাংশও তারা পাবেন।
মূলত এইভাবে কেন্দ্রীয় সরকারের বীমা সখী যোজনায় মহিলারা ব্যাপকভাবে লাভবান হবেন। তবে আপাতত হরিয়ানা রাজ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছে। আগামীতে দেশের প্রত্যেকটা রাজ্যেই এই প্রকল্প শুরু করা হবে বলে জানা যাচ্ছে।।