২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১লা জানুয়ারিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে বন্ধ হতে চলেছে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট। সরকারি বা বেসরকারি যে ব্যাংকেই থাকুক না কেন, যদি আপনার একাউন্টের ক্ষেত্রেও এই বিষয়গুলো যুক্ত থাকে,তাহলে আপনার অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হতে পারে বছরের শুরুতেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
বছরের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্থিক সাইবার স্ক্রাইম থেকে মানুষকে সুরক্ষা দিতে এবং ব্যাংকিং পরিষেবা আরো মজবুত করতে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে মূলত তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হবে। কোন কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এই তালিকায় রয়েছে, দেখে নিন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে প্রথমে যে একাউন্টগুলো নিষ্ক্রিয় করা হবে তা হলো সেই ধরনের অ্যাকাউন্ট যাতে দুই-তিন বছরের বেশি সময় ধরে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। মূলত এই ধরনের অ্যাকাউন্ট গুলো ব্যবহার করেই বেশিরভাগ সাইবার ক্রাইম করা হয়। সেকারণে এগুলোই শুরুতে বন্ধ করা হবে।
দ্বিতীয়ত যে অ্যাকাউন্ট গুলো সক্রিয় রয়েছে কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোনো অর্ধেক লেনদেন করা হয়নি, বা বলতে গেলে আপতভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, যদি সেই অ্যাকাউন্ট ধারী দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে সেই অ্যাকাউন্টগুলো বছরে শুরুতেই চিরকালের জন্য নিষ্ক্রিয় করে ফেলা হবে। সবশেষে যেসসব জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট গুলোতে এখনো পর্যন্ত কেওয়াইসি করা হয়নি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে সেগুলোও নিষ্ক্রিয় হতে পারে বছরের শুরুতেই।