স্কলারশিপ হচ্ছে এমন এক আর্থিক সহায়তা যা গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তা করে থাকে। আমাদের দেশে বিভিন্ন সরকারি অথবা বেসরকারি বহু প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন প্রকার স্কলারশিপ দিয়ে থাকে। আজ তেমনি একটি স্কলারশিপের ব্যপারে জানান হবে এই প্রতিবেদনটিতে যেখানে আবেদন করলে মিলবে ১২,০০০/- টাকা থেকে ১৬,০০০/- টাকা।
গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে LIC ইন্ডিয়া। LIC তাদের Golden Jubilee scholarship এর মাধ্যমে দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পাস ও যাদের বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার কম সেই সমস্ত পরিবারের পড়ুয়াদের বিভিন্ন ক্যাটাগরিতে ১২,০০০/- টাকা থেকে ১৬,০০০/- টাকা স্কলারশিপ প্রদান করছে। চলুন জেনে নিই বিস্তারিত।
• স্কলারশিপের টাকার পরিমান:
• মেডিকেল ফিল্ডার ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ৪০,০০০/- টাকা। অর্থাৎ ৩ টি কিস্তিতে ১২,০০০/-, ১২,০০০/- এবং ১৬,০০০ টাকা দেওয়া হবে।
• ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়াশোনা করছেন তারা পাবেন বার্ষিক ৩০,০০০/- টাকা। এই টাকা ৩ টি কিস্তিতে যথাক্রমে ৯,০০০/-, ৯,০০০/- এবং ১২,০০০/- টাকা পাবেন।
• সাধারণ ছাত্র ছাত্রী যারা দশম শ্রেণী অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে অথবা অনার্স কোর্সের ছাত্র-ছাত্রী তাদের ২০,০০০/- টাকা বার্ষিক অর্থাৎ তিনটি কিস্তিতে ৬,০০০/-, ৬,০০০/ এবং ৮,০০০/- টাকা দেওয়া হবে।
• কারা আবেদন করতে পারবেন এই LIC Golden Jubilee scholarship?
১) যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার কম।
২) যাদের মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর রয়েছে।
৩) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে LIC Golden Jubilee scholarship ফর্মটি পূরণ করতে হবে। তবে যাদের আবেদন করতে সমস্যা হবে তাঁরা ইউটিউবে ‘LIC Golden Jubilee scholarship Apply 2024 from fill up‘ লিখে সার্চ করে ফর্মটি ফিলাপ করে নিতে পারবেন।
• আবেদন করুন: Apply Now
• আবেদন করার শেষ তারিখ: ২২/১২/১০২৪।