Tuesday, December 3, 2024

সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, ইন্ডিগো এয়ারলাইন্সে নতুন করে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। আপনি কি এভিয়েশন সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে বেশি কিছু পদে ফের একবার স্টাপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কলকাতা লোকেশনে মাসিক ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন বিস্তারিত পড়ুন আমাদের এ প্রতিবেদনটি।

 

 

•পদের নাম: এখানে ইন্ডিগো এয়ারলাইন্সের পদ গুলো হচ্ছে

) Officer-AO&CS in the role of Terminal Service

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Officer-Security

) Officer-AO&CS in the role of Ramp

•যোগ্যতা: আবেদনকারীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন।‌ এছাড়াও কিছু পদের জন্য ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। যদিও সেই পোস্টের নাম উল্লেখ করা হয়নি। এবং আবেদনকারীকে ভিজিবল ট্যাটু থাকলে সে এখানে আবেদন করার জন্য যোগ্য নয়।

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন সর্বনিম্ন ৩০,০০০/- টাকা থেকে আনুমানিক ৪০,০০০/- টাকা প্রতিমাসে বেতন দেওয়া হবে।

 

•বয়সসীমা: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে ২১ বছর থেকে যে কোন গ্র্যাজুয়েশন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

•রাজের বিবরণ: ইন্ডিগো এয়ারলাইন্সের ৩ টি পদের বিবরণ আবেদন করার সময় আবেদন পেজ থেকে পড়ে নিতে হবে।

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে নিজের bio data এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ পৌঁছে যেতে হবে।

• ইন্টারভিউ স্থান: Date: 18-Dec-24; Registration Time: 0830AM – 0930 AM; Interview Time: 0930 AM – 1930 PM; Venue: Hotel Gallery – HUDCO MORE, 67, Bagmari Rd, near Ultadanga, Kolkata, West Bengal 700054.

Download official notification

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo