৪৬ হাজার টাকা মাসিক বেতন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ! চটজলদি করুন আবেদন

ভারতীয় পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগ। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে India post payment Bank এর তরফ থেকে প্রচুর পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনি যদি এই মুহূর্তে বেকার হয়ে থাকেন এবং একটি সরকারি চাকরি খুঁজছেন যেখানে মাসিক বেতন বেশ ভালো, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন বিস্তারিত তথ্য।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পদের নামটি

• Assistant manager

• Senior manager

• cyber security Officer

• মোট শূন্যপদ: উক্ত এই পদে মোট শূন্যপদ সংখ্যা জারি করা হয়েছে ৬৮ কি মতো।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে স্নাতক, বিভিন্ন ডিপ্লোমা বা অভিজ্ঞতা (পদ অনুযায়ী) আবেদন করতে পারবেন। বাকি তথ্যের জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।।

• মাসিক বেতন: যারা ভারতীয় পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংকে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৪৬,০০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: এখানে সর্বনিম্ন ১৮ বছরের হতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ST/SC/OBC প্রার্থীরা আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: যারা এখানে আবেদন করবেন তাদের All over India তে নিয়োগ করা হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• Written Exam

• Interview

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply Now লেখাতে ক্লিক করে সরাসরি আবেদন করে দিতে হবে এবং আবেদন করার সময় নিজের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস upload করতে হবে।

• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

• পাসপোর্ট সাইজ ছবি।

• আধার কার্ড।

• শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

• কাস্ট সার্টিফিকেট

• বয়সের প্রমাণ পত্র।

• ভোটার আইডি কার্ড।

• আবেদ মূল্য: SC/SC শ্রেণীর প্রার্থীদের ১৫০/- টাকা এবং বাকিদের ৭০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।

• আবেদন করুন: Apply Now

Download official notification 

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment