জেলার নব নির্মিত হোস্টেলে মাধ্যমিক পাস, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় একাধিক গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত এই চাকরির খবর সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ প্রথম পদঃ প্রথমে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো ওয়ার্ডেন।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ ওয়ার্ডেন পদে আবেদন করার জন্য প্রার্থীর অন্ততপক্ষে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ৫০ বছর বয়সে আবেদন করা যাবে।
▪ বেতনঃ ওয়ার্ডেন হিসাবে চাকরি পেলে আপনাকে মাসিক ৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
▪ দ্বিতীয় পদঃ হোস্টেলে গ্রুপ ডি লেভেলের দ্বিতীয় যে পদ্ধতিতে নিয়োগ করা হবে সেটি হল নাইট গার্ড।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিত যোগ্যতার বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে আশা করা যায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে আবেদন করতে পারবেন।
▪ বয়স সীমাঃ আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।
▪ বেতনঃ হোস্টেলে নাইট গার্ড হিসাবে মাসিক ৩০০০ টাকা বেতন পাবেন।
▪ তৃতীয় পদঃ তৃতীয়ত সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
▪ বয়স সীমাঃ ন্যূনতম ১৮ বছর বয়সে আবেদন করতে পারবেন।
▪ বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১৫০০ টাকা
▪ নিয়োগ প্রক্রিয়াঃ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-
১) প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।
২) দ্বিতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।
৩) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।
৪) সবশেষে ১৩ই ডিসেম্বর আবেদনপত্রটির সঙ্গে নিয়ে মাটিয়ালী B.D.O অফিসে ইন্টারভিউ জন্য পৌঁছে যান।
▪ নিয়োগ স্থানঃ মাটিয়ালী, জলপাইগুড়ি।
আবেদন করার শেষ তারিখ: ২৪/১২/২০২৪