সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (AICTE) এবং কেন্দ্র সরকারের যুগ্ম উদ্যোগে ভারতে শুরু হল ‘এক ছাত্র এক ল্যাপটপ’ প্রকল্প। বিশেষ এই প্রকল্পের মাধ্যমে ভারতের ছাত্র-ছাত্রীরা পাবেন সম্পূর্ণ নতুন এবং হাই কোয়ালিটির একটি ল্যাপটপ, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ছাত্রদের জন্য চালু করা এই বিশেষ প্রকল্প সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
▪ এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্প কী?
এটি মূলত কেন্দ্র সরকারের দ্বারা চালু করা একটি বিশেষ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে ভারতের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের বিনামূল্যে একটি ল্যাপটপ দেওয়া হয়। কারিগরি, পেশাগত, টেকনিক্যাল বা প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো এবং দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য।
এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্প পাওয়ার শর্ত:
এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীরাই পাবেন যাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো পূরণ হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য-
১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিকতা হবে;
২) তাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে;
৩) আবেদনকারীর পারিবারিক আয় আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে থাকতে হবে ;
৪) এবং তাকে অবশ্যই কোনো পেশাগত,কারিগরি বা টেকনিক্যাল বা প্রযুক্তিগত শাখায় পাঠরত হতে হবে।
৫) এছাড়াও শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড অবশ্যই ভালো হতে হবে।
▪ কিভাবে ফ্রি ল্যাপটপের জন্য আবেদন করবেন?
এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্পের Free Laptop পাওয়ার জন্য আবেদন কারীকে অবশ্যই সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদের (AICTE) অফিসিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিংক নিচে দেওয়া হলো।
মনে রাখবেন আবেদন করার সময় কিন্তু আপনার অতি গুরুত্বপূর্ণ নতিপত্র এবং একাডেমিক রেকর্ড গুলো অবশ্যই থাকতে হবে।
http://www.aicte-india.org/