১৪,০০০/- টাকা মাসিক বেতন, রাজ্যের নিজ জেলায় বন্ধন ব্যাংকে স্টাফ নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের চাকরি-প্রার্থীদের জন্য সুখবর।‌ সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank recruitment 2024) তাদের রাজ্যে জুড়ে বিভিন্ন ব্রাঞ্চে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রাজ্যের চাকরি-প্রার্থীরা ন্যূনতম 12th পাশ অথবা গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবেন বন্ধন ব্যাংক এর বিভিন্ন ডিপার্টমেন্টে। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন বন্ধন ব্যাংকে চাকরি করবার জন্য তাহলে শেষ শব্দটি পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে বন্ধন ব্যাংকের যে যে ডিপার্টমেন্টে পদে কর্মী নিয়োগ হবে তা হচ্ছে

১) Marketing

২) Micro Banking

৩) IT

৪) Digital Banking

৫) Branch Banking

৬) Housing Finance

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে দ্বাদশ শ্রেণী পাস হতে গ্রাজুয়েশন পাশ এবং Microsoft Word, Excel, PPT এবং Tally সম্বন্ধে জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন।

• বয়সসীমা: উল্লেখ্য পদগুলোতে ন্যূনতম বয়স ১৮ বছরের উর্ধ্বে হলেই আবেদন করা যাবে।

• মাসিক বেতন: প্রতিটা পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে সর্বনিম্ন বেতন ১৪,০০০/- টাকা থেকে ১৯,০০০/- টাকা দেওয়া হবে।

 

•নিয়োগ স্থান: রাজ্যের চাকরি প্রার্থী তাদের নিজ নিজ জেলা অথবা নিকটবর্তী বন্ধন ব্যাংকে গিয়ে আবেদন পত্র জমা করতে পারবেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আপনি যদি বন্ধন ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে চাই। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী বন্ধন ব্যাংকে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করতে হবে। যদি সেখানে কোন ভ্যাকেন্সি খালি থাকে আবেদন ফর্ম নিয়ে সেই ফর্মটি ফিলাপ করেও সঙ্গে নিজের bio data এবং সমস্ত শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স সহ উক্ত ব্যাংকের ব্রাঞ্চে জমা দিতে হবে।

• আবেদন মুল্য: এখানে কোন রকম কোনো আবেদন মুল্য লাগবেনা। আবেদনকারীদের সরাসরি ব্যাংকে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন করার শেষ তারিখ: তো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment