পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ‘লোকাল ব্যাঙ্ক অফিসার’ হিসেবে কয়েক হাজার ছেলে মেয়েকে নিয়োগ করা হবে। যেহেতু এখানে শূন্য পদের সংখ্যা প্রচুর রয়েছে তাই বলা যায় এক ধাক্কায় বাংলার প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এখানে চাকরি পাবেন। তাই চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ, ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ সংক্রান্ত আজকের এই চাকরির খবরটি বিস্তারিত পড়ে দেখুন।
▪ পদের নাম এবং শূন্য পদ সংখ্যাঃ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে মোট ১৫০০ শূন্য পদে লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) নিয়োগ করা হবে।
• শূন্যপদ সংখ্যা: এখানে ১৫০০ শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ১০০ টি শূন্য পদ রয়েছে।
▪ মাসিক বেতনঃ উক্ত পদে আপনার মাসিক বেতন হতে পারে ২৩ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা।
▪ বয়সসীমাঃ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স্ক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় যদি আপনি স্নাতক পাশ করে থাকেন বা গ্র্যাজুয়েট হয়ে (Only Graduate) থাকেন তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের মূলত-
১) প্রথমে ২০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা,
২) দ্বিতীয় ধাপে ল্যাঙ্গুয়েজ টেস্ট
৩) সর্বশেষ ধাপে প্রার্থীদের প্রশ্ন ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ পরীক্ষার সিলেবাস আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির ৪ নম্বর পৃষ্ঠা থেকে দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে।
▪ আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে আপনাদের সেখান থেকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক নিচে দেওয়া হলো। কী করে অনলাইন আবেদন করতে হবে সেই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তির ৮ নম্বর পৃষ্ঠায়, বলা হয়েছে। তাই বিজ্ঞপ্তি আট নম্বর পৃষ্ঠা অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
• পরীক্ষা কেন্দ্র ( এক্সাম সেন্টার – পশ্চিমবঙ্গ):
• Asansol, Durgapur, Kolkata/Greater Kolkata, Howrah, Hooghly, Kalyani, Siliguri
▪ আবেদন মূল্যঃ SC/ST প্রার্থীদের ১৭৫ টাকা এবং বাকি সমস্ত শ্রেণীর প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে।।
▪ আবেদনের শেষ তারিখঃ অক্টোবরের ২৪ তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
• আবেদন করুন: Apply Now
Download official notification
• পরবর্তীতে ইউনিয়ন ব্যাংকের উক্ত পদের Admit card এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট পান পেতে চোখ রাখুন এখানে (Click here)