রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং প্রচুর সংখ্যক শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সকল যোগ্য প্রার্থীরা যেকোনো জেলা থেকে কিন্তু উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। নিম্নে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদের নামঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে বিভিন্ন ট্রেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হবে।
▪ শূন্যপদঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ১৩টি শূন্যপদ খালি রয়েছে।
▪ মাসিক বেতনঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেতন রাখা হয়েছে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ ৬০ হাজার টাকা।
▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ আলাদা আলাদা ট্রেড অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের যোগ্যতা আলাদা আলাদা রাখা হয়েছে। তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে থেকে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বিস্তারিত দেখে নিন।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
▪ নিয়োগ স্থানঃ কলকাতা, পশ্চিমবঙ্গ
▪ আবেদনের তারিখঃ ৩১শে অক্টোবর থেকে নভেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির ১৫ এবং ১৬ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কে যাবতীয় তথ্য এবং গাইডলাইন দেওয়া হয়েছে। তাই আবেদনের পূর্বে সেই সমস্ত গাইডলাইন অবশ্যই ভালো করে পড়ে নিন।
১) প্রথমে নিচে দেওয়া ‘Registration’ বাটনে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করুন।
২) দ্বিতীয় ধাপে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ পূনরায় পোর্টালে লগইন করুন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করে ফেলুন।
▪ আবেদন মূল্যঃ SC/ST/OBC প্রার্থীদের ৫০০ টাকা এবং বাকিদের ১০০০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ – যারা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে উক্ত পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন আপডেট পেতে এখানে নজর রাখুন ( CLICK HERE)