কয়েক হাজার শূন্য পদে দক্ষিণ পূর্ব রেলওয়েতে ; মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হয়েছে। যারা ভারতীয় রেলওয়েতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে চান,তাদের জন্যই আজকের এই চাকরির খবর। নিম্নে অ্যাপ্রেন্টিস নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় যেমন সকল ট্রেড, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদের নামঃ দক্ষিণ পূর্ব রেলওয়েতে মূলত
১) ফিটার,
২) ওয়েল্ডার,
৩) পেইন্টার,
৪) মেকানিস্ট,
৫) ইলেকট্রিশিয়ান সহ অন্যান্য কিছু ট্রেডের অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।।
▪ শূন্য পদ সংখ্যাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত ট্রেড মিলিয়ে মোট ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৪ এবং সর্বোচ্চ ২৪ বছর বয়সীরা এখানে আবেদনযোগ্য। তবে SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ মাসিক স্টাইপেন্ডঃ অফিশিয়াল বিজ্ঞপ্তিতে মাসিক বেতন বা স্টাইপেন্ডের কথা উল্লেখ করা হয়নি। তবে অ্যাপ্রেন্টিস হিসেবে মাসিক ৮,০০০-১০,০০০ টাকা স্টাইপেন্ড পেতে পারেন।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিই পাস (10th + ITI Pass) শিক্ষাগত যোগ্যতা থাকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বিতীয় পেজটি দেখুন।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং’র মাধ্যমে বাছাই করা হবে। শর্ট লিস্টে যে যাদের নাম প্রকাশ করা হবে তাদের মূলত দ্বিতীয় ধাপে মেডিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
▪ আবেদনের শেষ তারিখঃ ২৭শে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইন আবেদন চলবে।
▪ আবেদনমূল্যঃ এখানে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।।
▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিংক নিচে দেওয়া হলো। কিভাবে অনলাইন আবেদন করতে হবে সেটা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজ ভালো করে পড়ে নিন। সেখানে অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং তথ্য দেওয়া হয়েছে।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ – যারা এখানে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন (CLICK HERE)