রাজ্যের বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। সম্প্রতি ফোন পে (Phonepe) তে Onboarding Specialist পদে কর্মী নিয়োগ সম্পর্কে ফোন পে’র অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।! এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা,পদের মাসিক বেতন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে, আজকেরেই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ পদের নাম: ফোন এর এখানে উক্ত পদের নামটি হচ্ছ Onboarding Specialist
• কাজের বিষয়বস্তু: PhonePe-এর অনবোর্ডিং স্পেশালিস্ট পদে কাজের দায়িত্বগুলো হলো নতুন ব্যবহারকারীদের PhonePe প্ল্যাটফর্মে সহজে সংযুক্ত করা এবং তাদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া।
▪ মাসিক বেতন: এই পদে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০/- টাক। এছাড়া আরো বহু সুযোগ-সুবিধা প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে।
▪ বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ বয়সসীমার এখানে উল্লেখ নেই অর্থাৎ যেকোনো বয়সে আপনি আবেদন করতে পারেন।।
▪ শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ( 10+2+3) পাশ। সেই সাথে থাকতে হবে ভালো কমিউনিকেশন স্কিল।
▪ আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের অনলাইন করতে হবে। আবেদন করার জন্য phonepe এর ক্যারিয়ার ওয়েব সাইটে কি আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া Apply Now অপশন এ ক্লিক করেও আবেদন করা যাবে। আর যদি আপনার Linkedin Account থেকে থাকে তাহলে আপনি সরাসরি সেখান থেকেও আবেদন করতে পারেন।।
▪ জব লোকেশন: যারা ফোন পেতে চাকরি পাবে তাদের বাঙ্গালুরুতে পোস্টিং দেওয়া হবে।
আবেদন করুন: Apply Now