ভারত তিব্বত সীমান্ত পুলিশে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, নতুন করে কনস্টেবল নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যেসকল চাকরি প্রার্থীরা সীমান্ত পুলিশে কনস্টেবল হিসেবে চাকরি করতে ইচ্ছুক, তারা কিন্তু আজকের এই চাকরির খবরটি বিস্তারিত পড়ে নিয়ে উক্ত পদের জন্য কিন্তু আবেদন করতে পারেন।
▪ প্রথম পদঃ ভারত তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল হিসেবে মূলত পিয়ন, টেলিফোন অপারেটর,ড্রেসার এবং লাইনেন কিপার নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতনঃ কনস্টেবল হিসেবে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীরা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট পদে কাজের কিছু পদে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
▪ বয়স সীমাঃ আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৫ বছর এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
▪ আবেদন মূল্যঃ SC/ST এবং মহিলা প্রার্থীদের কোন প্রকার আবেদন মূল্য দিতে হবে না কিন্তু অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
▪ আবেদনের তারিখঃ নভেম্বর মাসের ২৬ তারিখ।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে ইন্টারভিউ এবং তৃতীয় ধাপে মূলত ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
▪ আবেদনপ্রক্রিয়াঃ যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ভারত তিব্বত সীমান্ত পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
১) প্রথমে নিচে দেওয়া ‘Registration’ বাটনে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করুন।
২) দ্বিতীয় ধাপে পূনরায় পোর্টালে লগইন করুন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করে ফেলুন।