মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে চাকরি খালি রয়েছে। যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের সরকারি চাকরির খোঁজে রয়েছেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তাই সকল চাকরি প্রার্থীদের অনুরোধ করবো,আজকের এই সরকারি চাকরির খবরটি বিস্তারিত পড়ে সঠিকভাবে এই সুযোগটি কাজে লাগান।
▪ নিয়োগকারী সংস্থাঃ কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু দপ্তরের মধ্যে থাকা ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং-এ কর্মী নিয়োগ শুরু হয়েছে।
▪ পদের নাম এবং শূন্যপদঃ ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং-এ মোট ১৬টি শূন্য পদে- মাল্টি টাস্কিং স্টাফ(MTS), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
▪ বেতনঃ উল্লেখিত পদগুলির মাসিক বেতন রাখা হয়েছে সর্বনিম্ন ১৮০০০ টাকা এবং সর্বোচ্চ ২৯,০০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা নিম্নে পদ অনুযায়ী উল্লেখ করা হলো।
১) মাল্টি টাস্কিং স্টাফ(MTS): শুধুমাত্র মাধ্যমিক পাস ;
২) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) : শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস
৩) টেকনিশিয়ান: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা
৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস বা সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
▪ বয়স সীমাঃ ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
▪ আবেদন মূল্যঃ পদ অনুযায়ী প্রার্থীদের আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত আবেদনমূল্য রয়েছে। আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তি ৮ নম্বর পৃষ্ঠা থেকে পদ অনুযায়ী আবেদন মূল্য দেখে নিতে পারেন
▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তির ৯নং পেজে থাকা গাইডলাইন গুলো অবশ্যই পড়ে নেবেন। আবেদন করার জন্য-
১) প্রথমে ‘Registration’ বাটনে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করুন।
২) দ্বিতীয় ধাপে পূনরায় পোর্টালে লগইন করুন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করে ফেলুন।
▪ Download Official Notification
বিঃদ্রঃ যারা এখানে আবেদন করবেন কিংবা করেছেন তারপর ভর্তি যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন। ( CLICK HERE)
• আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪