Monday, November 11, 2024

ইন্টারভিউতে চাকরি, রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি খালি রয়েছে জেলার কন্যাশ্রী প্রকল্পে। ইতিমধ্যে উক্ত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। কোথায়, কোন পদে নিয়োগ হবে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন,মাসিক বেতন কত এবং কিভাবেই বা আবেদন করতে হবে সবই জানতে পারবেন আজকের এই নতুন চাকরির খবরে।

 

 

▪ পদের নামঃ জেলাশাসকের অফিসে মূলত ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

▪ মাসিক বেতনঃ ডেটা ম্যানেজার পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১১ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনের জন্য যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্র্যাজুয়েট আমার পাশাপাশি যেকোনো কম্পিউটার কোর্স করতে হবে। এবং সেই সঙ্গে প্রতি মিনিটে মিনিমাম ৩০ টি শব্দ টাইপ করা এবং সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

 

▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের পার্সোনাল এবং ইন্টারভিউ এর ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

▪ নিয়োগ স্থানঃ নিয়োগ হবে জলপাইগুড়ি জেলায়। তাই উক্ত পদে আবেদন করতে গেলে প্রার্থীকে কিন্তু অবশ্যই জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের তারিখঃ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই আবেদনের তারিখ শেষ। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত পদে আবেদনের নতুন তারিখ দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী প্রার্থীরা ৯ই নভেম্বর পযর্ন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে সেটিকে ক্যাপিটাল লেটারে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র, ছবি যুক্ত করুন।

) তৃতীয় ধাপে সেটিকে একটি মুখবন্ধ খানে বলুন এবং সেটিকে নিম্নলিখিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।

উল্লেখ্য : আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটা কিন্তু অবশ্যই মুখ বন্ধ খামে ভরে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সমস্ত সার্টিফিকেটের জেরক্স সহ উপর নিম্নলিখিতভাবে ‘(Application for the post of Data Manager, Kanyashree Prakalpa) নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানাঃ

To the Officer-in Charge, Kanyashree Prakalpa, Office of the District Magistrate, 2nd Floor, Collectorate Building, Jalpaiguri

Download application from

Download official notification 

পরীক্ষার সংক্রান্ত আপডেট: 

যারা এই উক্ত পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন আপডেট পেতে এই পাতায় নজর রাখুন ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo