ভারতীয় পশুপালন পশু পালন নিগম লিমিটেডে (BPNL) প্রায় দুই হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ। যেখানে মাসিক ৩০,০০০/- টাকা বেতন সহ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন না চাকরি প্রার্থীরা। তাই আপনি যদি কেন্দ্র সরকারের অধীনে চাকরি করতে চান জেনে নেই BPNL এ আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ।
•পদের নাম: এখানে BPNL পদের নামটি হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষথেকে প্রকাশিত পদে কর্মী নিয়োগ।
• শূন্যপদ: এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২২৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন হলেই আবেদন করতে পারবেন।
•মাসিক বেতন: যারা যারা BPNL পদে চাকুরী পাবেন তাদের মাসিক বেতন এখানে ৩০,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে। তবে সরকারি নিয়োগ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
• নিয়োগ প্রক্রিয়া: যারা যারা এখানে আবেদন করবেন পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মারফত চাকরিতে নিযুক্ত করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে নিজের প্রয়োজনে সমস্ত তথ্য সঠিকভাবে ফাঁকা ঘরে বসিয়ে আবেদন করে দিতে হবে।
আবেদন মূল্য:
• 944/- টাকা ( গ্রাজুয়েট) – all category
• 836/- টাকা ( মাধ্যমিক পাশ) – All category.
• আবেদন করুন: Apply Now
Download official notification
• আবেদন করার শেষ তারিখ: ২৫/১১০/২০২৪
বিঃদ্রঃ যারা যারা BPNL আবেদন করবেন তারপর পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পেতে এখানে নজর রাখুন (CLICK HERE)