আমরা সকলেই আধার কার্ড দেখেছি এবং আমরা সকলেই সাধারণ আধার কার্ড ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি কখনো নীল রং বিশিষ্ট আধার কার্ড দেখেছেন? জানেন কি, কাদের এবং ঠিক কেন এই বিশেষ আধার কার্ড করাতে হয়।
২০১৮ সালের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তরফে ভারতে নীল আধার কার্ড চালু করা হয়েছিল। এটি মূলত আমার আপনার মত প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য নয়। নির্দেশ অনুযায়ী নীল আধার কার্ড শুধুমাত্র তাদের জন্যই বাড়াতে হবে যাদের বয়স পাঁচ বছরের কম অর্থাৎ শিশুদের ক্ষেত্রেই এই নীল রঙের আধার কার্ড তৈরি করা বাধ্যতামূলক।
এবার প্রশ্ন আসে কেন এই নীল আধার কার্ড করতে হবে? উওর খুবই সহজ। যেসমস্ত বাচ্চাদের এই নীল রঙের আধার কার্ড থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়াটা খুবই সহজ হয়ে দাঁড়ায়। যদিও এই বিশ্বাস আধার কার্ডের বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান এসব তথ্য সংরক্ষণ করা হয় না। তবে, যখন বাচ্চার বয়স ৫ বছর পূর্ণ হবে তখন এই নীল রঙের আধার কার্ড আপডেট করিয়ে সেটাকে সাধারণ আধার কার্ডে পরিণত করতে হবে।
যদি আপনার বাড়িতে কোনো ৫ বছরের কম বয়সী শিশু থেকে থাকে, তাহলে আপনি তার জন্যেও এই আধার কার্ড করে নিতে পারেন। বাচ্চার মাতা পিতার আধার কার্ড ব্যবহার করেই এই নীল রঙের আধার কার্ড তৈরি করতে হবে।