চাকরি-প্রার্থীদের জন্য দারুন সুযোগ। আপনি যদি বাড়িতে বসে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম Work from home Job) এ চাকরি করতে চাইছে তাহলে আপনার জন্য সুখবর। বিশ্বের অন্যতম বড় ই কমার্স সংস্থা Amazon এ ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আপনাকে বিনামূল্যে ল্যাপটপ ও Wi-fi সহ বাড়িতে বসে কাজ করার সুযোগ দিচ্ছে amazon। তাই আপনি যদি এতে আগ্রহী হয়ে থাকেন জেনে নিন আবেদন পদ্ধতি।
• পদের নাম: এখানে Amazon এর উক্ত পদের নামটি হচ্ছে GO-AI Associate।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীদের থাকতে হবে Microsoft office এবং application’s এর উপর নলেজ।
• মাসিক বেতন: যারা যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২৫,০০০/- টাকা দেওয়া হবে।
• কাজের ধরন: এটি একটি সম্পূর্ণরূপে ওয়ার্ক ফ্রম হোম জব, অর্থাৎ বাড়িতে বসে আপনাকে কাজ করতে হবে। এবং কোম্পানির তরফ থেকে আপনাকে বিনামূল্য ল্যাপটপ ওয়াইফাই দেওয়া হবে
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে বয়স সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে কোন বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীদের যত দ্রুত সম্ভব নিচে দেওয়া অ্যামাজনের ক্যারিয়ার ওয়েবসাইটে কিংবা Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর অ্যামাজনের তরফ থেকে ইমেইল আসার জন্য অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের।
বিঃদ্রঃ – আবেদন করার পর অবশ্যই মাঝে মধ্যে নিজের Email inbox চেক করবেন। কারণ অ্যামাজনের তরফ থেকে আপনার কাছে ইমেইল করা হতে পারে। একই সাথে বলে রাখি যে, আমরা শুধুমাত্র একটি চাকরির খবরের সংস্থা কোনো কোম্পানি তাদের প্রার্থীদের কিভাবে নিয়োগ করবে অথবা কোম্পানির তরফ থেকে প্রার্থীর কাছে কোন Email বা কল আসবে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। আমাদের কাজ শুধুমাত্র চাকরির ভেকেন্সি বের হলে তার আপডেট দেওয়া বা খবর প্রকাশ করা।
আবেদন করুন: Apply Now