Wednesday, October 16, 2024

৪১,০০০/- টাকা মিলবে প্রতি মাসে বেতন, Zoho কোম্পানিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা গ্রাজুয়েশন

পশ্চিমবঙ্গের বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য আজকের এই বিশেষ চাকরির খবর। কারণ বহুদিন পর ভারতের এক অতি পরিচিত বেসরকারি কোম্পানিতে ফের একবার কর্মী নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সকল গ্র্যাজুয়েট বা স্নাতক ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন উক্ত পদের জন্য।। তাই এই সুযোগকে কাজে লাগাতে আজকের এই চাকরির খবরটা বিস্তারিত করে দেখুন।

 

 

‘ZOHO’ দক্ষিণ ভারতে শুরু হওয়া একটি ছোট্ট কোম্পানি থেকে আজকের দিনে এই কোম্পানি বিশ্বের অতি পরিচিত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়েছে। ভারতের এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই বর্তমানে ‘Digital Marketing Analyst’ পরে কর্মী নিয়োগ শুরু হয়েছে। উক্ত আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করতে হবে তা নিম্নে উল্লেখ করা হলো।

• পদের নাম: Digital Marketing Analyst

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের দায়িত্বঃ জোহো কোম্পানিতে মূলত ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। উক্ত পদের কাজ হবে তাদের মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাড সামলানো, বিভিন্ন প্রচার মূলক পোস্টের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সামলানো সহ অন্যান্য কাজ করা। পদের দায়িত্ব বিস্তারিত জানার জন্য অফিশিয়াল পেজ ভিজিট করতে পারেন। নিচে তার লিংক দেওয়া হয়েছে।

 

▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ২১ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে কোনো বাধা ধরা নেই।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্র্যাজুয়েট। তবে এই শিক্ষাগত যোগ্যতা সহ কিছু টেকনিক্যাল নলেজ থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৪১,০০০/- টাকা দেওয়া হবে।

▪ আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য-

) সবার প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে।

) দ্বিতীয় ধাপে I am interest অপশনটিতে ক্লিক করেন নিজের আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে।

) তৃতীয় ধাপে নিজের একটি আপডেটেড সি.ভি আপলোড করুন।

) চতুর্থ ধাপে সব তথ্য এবং সিভি আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার অনলাইন আবেদন সম্পন্ন হবে।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে মূলত প্রার্থীদের প্রথমত অনলাইন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ এবং অ্যাসেসমেন্ট টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

• আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo