যদি আপনার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার লক্ষ্য বা ইচ্ছে থেকে থাকে তাহলে আজকের এই চাকরির খবরটি শুধুমাত্র আপনার জন্য। কারণ ভারতীয় সেনাবাহিনী একটি বিশেষ শাখা টেরিটোরিয়াল আর্মিতে ( Territorial Army) সম্প্রতি শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, সেনা সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নিম্নে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সকল চাকরির প্রার্থীদের অনুরোধ,চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ যেসব পদে নিয়োগ করা হবেঃ টেরিটোরিয়াল আর্মিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে নিম্নে সকল পদ শূন্যপদ পদসহ উল্লেখ করা হলো।
১) ১০১৪ টি শূন্য পদে জেনারেল ডিউটি সৈনিক (GD).
১) Tradesman (10th Pass):
• ২৮ টি শূন্য পদে কেরানী ;
• ২৮ টি শূন্য পদে হাউস কিপার;
• ৪৬ জন শেফ এবং ৪ জন শেফ স্পেশাল
২) গ্রুপ ডি লেভেলের- Tradesman (8th Pass):
• ধোপা ২৩ জন;
• ২১ জন ধোপা:
• ৫০ জনের বেশি ক্লার্ক সহ অন্যান্য বেশ কিছু পদে সব মিলিয়ে ৩,০০০’র বেশি সংখ্যক শূন্য পদে নিয়োগ হবে।
▪ বয়সসীমাঃ ব্যসের ক্ষেত্রে বলা হয়েছে যেসব পদে নিয়োগ হবে ; সেই সমস্ত পদে ১৮ থেকে ৪২ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ
পদের নাম | যোগ্যতা |
---|---|
সৈনিক (GD) | ৪৫% নম্বর সহ মাধ্যমিক পাস |
ক্লার্ক | ৪৫% নম্বর সহ মাধ্যমিক পাস |
গ্রুপ সি লেভেলের ট্রেডসম্যান | মাধ্যমিক পাস |
গ্রুপ ডি পদ | শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস |
▪ মাসিক বেতন বা স্টাইপেন্ডঃ বিজ্ঞপ্তিতে কোনো।পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে যেহেতু এটা কেন্দ্র সরকারের চাকরি তাই বলা যায় যেকোনো একটি পদে চাকরি পেলে আপনার মাসিক নূন্যতম বেতন হতে পারে ১৯ থেকে ২৫ হাজার টাকা।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ যোগ্য প্রার্থীদের বিভিন্নভাবে বাছাই করে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে-
১) প্রথমত তাদের শারীরিক টেস্ট,
২) লিখিত পরীক্ষা ;
৩) ট্রেড টেস্ট;
৪) ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ;
৫) মেডিক্যাল এক্সামিনেশনের ভিত্তিতে নিয়োগ হবে।
▪ আবেদনের শেষ তারিখঃ নিয়োগের ক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হবে নভেম্বর মাসের ৪ তারিখ এবং এই আবেদন চলবে ডিসেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত। উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গে কিন্তু এই আবেদন চলবে নভেম্বর মাসে ৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত।
▪ আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।
▪ আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের নভেম্বরের ৪ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে নিজেদ অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
▪ যখন অনলাইন আবেদন শুরু হবে তখন আপনারা নিজেদের নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে থেকে নিজেদের পছন্দের পদে আবেদন করতে পারেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
অফিশিয়াল বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |