পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীরা কিন্তু শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় ; পূর্ব কোনো কাজের অভিজ্ঞতা ছাড়াই কেন্দ্র সরকারের এটি খুবই মোটা বেতনের সরকারি চাকরি পেতে পারেন এই মুহূর্তে। সম্প্রতি এমনি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে National Fertilizers Limited থেকে। এই নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চাকরিপ্রার্থীদের অনুরোধ সম্পূর্ণ খবরটি পড়ে দেখুন।
সম্প্রতি জানা গেছে National Fertilizers Limited (NFL) বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় স্টোর অ্যাসিস্ট্যান্ট, নার্স, লোকো অ্যাটেন্ডেন, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টেন্ট সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। উক্ত পদগুলির মধ্যে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে উল্লেখ করা হলো। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালো করে পড়ে দেখুন।
▪ পদ ও শূন্যপদ সংখ্যাঃ ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে সব মিলিয়ে ২০টির বেশি শূন্য পদে স্টোর অ্যাসিস্ট্যান্ট (Store Assistant) নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতনঃ NFL-এ স্টোর অ্যাসিস্ট্যান্ট (Store Assistant) হিসাবে আপনাকে সর্বনিম্ন ২৩,০০০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে।
▪ বয়সসীমাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েটে ৫০% নম্বর নিয়ে যারা পাস করেছেন যারা এবং ST/SC/PWD প্রার্থীরা ৪৫% নম্বর হলেই এখানে আবেদন করতে পারবেন।
▪ আবেদনমূল্যঃ SC/ST/PWD মহিলা প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না। কিন্তু General, OBC & EWS প্রার্থীদের ২০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।।
▪ আবেদনের শেষ তারিখ: অক্টোবর মাসে ৯ তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।
▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির ১৫,১৬ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তাই সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
▪ যেভাবে অনলাইন আবেদন করবেন-
১) প্রথমে আপনাদের JFL’র অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন।
২) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে নিচে দেওয়া ‘Log In’ লিংকে ক্লিক করে সেখানে নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে পোর্টালে পুনরায় লগইন করতে হবে।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে আবেদনের পেজ ওপেন হবে এবং সেখানেই আপনারা সঠিক তথ্য এবং নথিপত্র দিয়ে খুব সহজেই আবেদন করতে পারেন।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের একটি অফলাইন টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অফলাইন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিজ্ঞপ্তির ১৭ এবং ১৮ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
Update about admit card and exam details
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
রেজিস্ট্রেশন করুন | এখানে |
লগইন করুন | এখানে |
আবেদন পেজ | এখানে |
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড করুন |