কিছুদিন আগে না নাবার্ডে অর্থাৎ (National Bank for Agriculture and Rural Development)’ থেকে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল তারা প্রচুর সংখ্যক শূন্য পদে এবং খুবই কম শিক্ষাগত যোগ্যতায় অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ করতে চলেছে। আজকের এই প্রতিবেদনে সেই নিয়োগ সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।
▪ পদের নাম এবং শূন্যপদঃ নাবার্ডে গ্রুপ সি লেভেলের মোট ১০৮ টি শুন্য পদে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে SC/ST/OBC’ শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ মাসিক বেতনঃ বিভিন্ন রকম ভাতা এবং সুযোগ-সুবিধা সহ নাবার্ডে অফিস অ্যাটেনডেন্ট হিসেবে আপনি ৩৭,০০০ টাকা মাসিক বেতন পাবেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সমভাবে আবেদনযোগ্য।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের ১২০ নম্বরের একটি অনলাইন পরীক্ষার ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
• পরীক্ষা কেন্দ্র: Asansol, Burdwan, Durgapur, Kolkata/Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri
▪ আবেদনের শেষ তারিখঃ আগামী ২রা অক্টোবর থেকে অক্টোবর মাসের ২১ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।
▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফিসার বিজ্ঞপ্তির ১৭ এবং ১৮ নম্বর পেজে অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং গাইডলাইন দেওয়া হয়েছে। তাই নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে অবশ্যই সেই সমস্ত তথ্য এবং গাইডলাইন ভালো করে বারবার পড়ে নিন।
▪ আবেদন পদ্ধতি: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করে অনলাইনে নিজের আবেদনপত্র সম্পন্ন করতে হবে।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
আবেদন করুন: Apply Now