কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় বিনামূল্যের প্রশিক্ষণ দিয়ে চাকরি, যোগ্যতা মাধ্যমিক পাশ! জেনে নিন আবেদন পদ্ধতি

‘Cochin Shipyard Limited’ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে; শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা বিভিন্ন ট্রেডে এবং বেশ ভালো টাকা স্টাইপেন্ড সহ,ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে। রাজ্যের সকল সরকারি চাকরির প্রার্থীদের কাছে অনুরোধ ; সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে এবং বিস্তারিত বুঝে এই সুযোগে সদ্ব্যবহার করুন।

পদের নামঃ কোচিং শিপইয়ার্ড লিমিটেডে মূলত-

) ইলেকট্রিশিয়ান,
) ফিটার,
) পেইন্টার,
) মেকানিস্ট,
) ইলেকট্রিশিয়ান,
) মেকানিক,
) ওয়েল্ডার,
) মেইন ফিটার,
৯) পাইপ ফিটার,
১০) ওয়ার্ক টেকনিশিয়ান,
১১) মোটর মেকানিক, সহ অন্যান্য ট্রেডের অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্য পদ সংখ্যাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত ট্রেড মিলিয়ে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে প্রায় ৩০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

▪ বয়সসীমাঃ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৮ থেকে ২৩ বছর বয়সীরা এখানে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

 

মাসিক স্টাইপেন্ডঃ কোচিং শিপইয়ার্ড লিমিটেডে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে মাসিক ৮,০০০-৯,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে বলা হয়েছে; মাধ্যমিক পাশের পর যদি কেউ যেকোনো ট্রেডে আইটিই পাস করেন, তাহলেই সেই প্রার্থী আবেদন করতে পারবেন। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বিতীয় পেজটি দেখুন।

মাসিক বেতন বা স্টাইপেন্ডঃ আলাদা আলাদা ট্রেডের মাসিক স্টাইপেন্ড যথা নিম্নলিখিত-

• গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৫ হাজার টাকা।

• ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক ১২ হাজার টাকা।

• আইটিআই অ্যাপ্রেন্টিসদের মাসিক ৯ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং’র মাধ্যমে বাছাই করা হবে। শর্ট লিস্টে যে যাদের নাম প্রকাশ করা হবে তাদের মূলত দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ৯ই অক্টোবর থেকে শুরু করে অক্টোবর মাসের ২৩ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।

 

কিভাবে আবেদন করতে হবেঃ অনলাইন আবেদন সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩-৫ নম্বর পেজে থাকা গাইডলাইন এবং তথ্য গুলো অবশ্যই ভালো করে পড়ে নিয়ে তারপর অনলাইন আবেদন করবেন।

অনলাইন আপনার করার জন্য নিম্নলিখিত লাইনগুলো খুবই মনোযোগ সহকারে পড়ুন।

) সবার প্রথমে নিচে যে রেজিস্ট্রেশন করুন লিংক দেওয়া হয়েছে সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করে নিন।

) রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় ধাপে নিচে লগইন করার যে লিংক দেওয়া হয়েছে সেই লিংকে ক্লিক করে পুনরায় ওয়েবসাইটে লগইন করে নিন।

) তৃতীয় ধাপে নিচের দিকে থাকা ‘পদ অনুযায়ী আবেদন করুন’ এই লিংকে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে যান।

) অফিসিয়াল পোর্টাল ভিজিট করলে আপনাদের বাঁদিকে একটি ‘Start” অপশন দেখতে পাবেন। সেই Start অপশনে ক্লিক করলে আপনারা একটি টেবিল পাবেন।

) সেখানে প্রতিটি পদের নাম দেওয়া হয়েছে এবং সেই পদের ওপর ক্লিক করলেই আপনাদের সামনে আবেদন করার পেজ খুলে যাবে।

) সেখানেই আপনারা নিজেদের যাবতীয় তথ্য এবং নথিপত্র দিয়ে অনলাইন আবেদন করতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
রেজিস্ট্রেশন করুন এখানে
লগইন করুন এখানে
পদ অনুযায়ী আবেদন আবেদন করুন
অফিশিয়াল বিজ্ঞপ্তি আবেদন করুন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment