মাধ্যমিক পাশ যোগ্যতা, কেন্দ্রীয় সংস্থা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি! মিলবে মাসিক স্টাইপেন

‘ভারত ডাইনামিক লিমিটেডে’ শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হয়েছে। নিম্নে অ্যাপ্রেন্টিস নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় যেমন সকল ট্রেড, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

▪ পদের নামঃ ভারত ডাইনামিক লিমিটেডে
) ফিটার,
) ওয়েল্ডার,
) পেইন্টার,
৪) মেকানিস্ট,
) ইলেকট্রিশিয়ান, ,
), ইলেকট্রনিস্ট মেকানিক,
) প্লামবার সহ অন্যান্য ট্রেডের অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শূন্য পদ সংখ্যাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত ট্রেড মিলিয়ে মোট ১১৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৪ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা এখানে আবেদনযোগ্য। তবে SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

 

▪ মাসিক স্টাইপেন্ডঃ বিজ্ঞপ্তিতে মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে অ্যাপ্রেন্টিস হিসেবে মাসিক ৭,০০০-৮,০০০ টাকা স্টাইপেন্ড পেতে পারেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ অন্ততপক্ষে মাধ্যমিক পাশ (এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিই পাস (10th + ITI Pass) শিক্ষাগত যোগ্যতা থাকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বিতীয় পেজটি দেখুন।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং’র মাধ্যমে বাছাই করা হবে। শর্ট লিস্টে যে যাদের নাম প্রকাশ করা হবে তাদের মূলত দ্বিতীয় ধাপে মেডিক্যাল টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

▪ আবেদনের শেষ তারিখঃ নভেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন।

▪ আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।

▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সেটা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজ ভালো করে পড়ে নিন। সেখানে অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং তথ্য দেওয়া হয়েছে।

বিঃদ্রঃ: এই জব সমন্ধিত পরবর্তী যেকোন আপডেট পেতে উক্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই সেকশনে চোখ রাখুন  (Click here)

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
DGET রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment