রাজ্যের আর্লিয়া বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের পদে কর্মখালি রয়েছে। পশ্চিমবঙ্গে যেকোনো জেলার ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। উভয় পদেরই মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তাই এই সুযোগটা আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন। নিম্নে আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে,; সবটা পড়ে নিয়ে আপনারাও আবেদন করতে পারেন।
১) প্রথম পদঃ কেয়ার টেকার (Care Taker).
• শূন্যপদ সংখ্যাঃ কেয়ার টেকার পদের জন্য তিনটি শূন্যপদ খালি রয়েছে।
▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ৩২ হাজার ৮০০ টাকা।
▪ বয়সসীমাঃ আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে বর্তমানে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতক পাশ অর্থাৎ গ্রাজুয়েট প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও উক্ত পদে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
২) দ্বিতীয় পদঃ দ্বিতীয় যে পদে নিয়োগ করা হবে তা হল জুনিয়র পিয়ন (Junior Peon).
▪ শূন্যপদ সংখ্যাঃ কেয়ার টেকার পদের জন্য একটি শূন্যপদ খালি রয়েছে।
▪ মাসিক বেতনঃ জুনিয়র পিয়ন হিসাবে আপনি ১৮ হাজার ৫০০ টাকা মাসিক বেতন পাবেন।
▪ বয়সসীমাঃ আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে বর্তমানে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
▪ আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-
১) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে নিন।
২) তারপর সেটিকে সঠিকভাবে পূরণ করুন এবং তার সঙ্গে নথিপত্রের জেরক্স ও পেমেন্ট প্রুফের কপি যুক্ত করুন।
৩) এরপর আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নিন।
৪) যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম খামের উপর লিখে দিন।
৫) সবশেষে সেদিকে আর্লিয়া বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠিয়ে দিন।
▪ আবেদন মূল্যঃ SC/ST/OBC/PD প্রার্থীদের ১৫০ টাকা এবং বাকি শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে। এই টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে ব্যাংকে গিয়ে পাঠাতে হবে এবং সেই স্লিপ আবেদন ফরমের সঙ্গে যুক্ত করে পাঠিয়ে দিতে হবে।
▪ আবেদনের শেষ তারিখঃ অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Aliah University, IIA/27, New Town, Kolkata
• আবেদন মূল্য পাঠানোর ব্যাংক ডিটেইলস:
Account number: 32210200000075
IFSC CODE: BARB0GENSAL
Account name: Aliah University
Bank name: Bank of Baroda; Branch: Gennext Salt Lake, Kolkata-700091
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
আবেদনপত্র | ডাউনলোড করুন |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |