সম্প্রতি আধার কার্ড ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্ট একটি উল্লেখযোগ্য রায় ঘোষণা করেছে। এই ঘোষণার পর এটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে, বয়সের প্রমাণপত্র হিসেবে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড কে। এবার আধার কার্ড কে যদি বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার নাই করা যায়,তাহলে তাহলে কোনটিকে ব্যবহার করবে সাধারণ মানুষ? জানতে হলে বিস্তারিত পড়ে দেখুন আজকের এই প্রতিবেদন।
সম্প্রতি একটি ইন্সুরেন্স সংক্রান্ত মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায় এটাই ছিল যে বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহারযোগ্য। কিন্তু বৃহস্পতিবার মাননীয় সুপ্রিম কোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড ভারতীয়দের পরিচয় পত্র হিসেবে ব্যবহার হলেও বয়সের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য নয়।
তাহলে এবার সাধারণ মানুষের কাছে প্রশ্ন আসে যদি আধার কার্ড বয়সের প্রমাণপত্র না হয় তাহলে কোনটিকে মানুষ ব্যবহার করবে? এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, স্কুল জীবনে শিক্ষার্থীদের স্কুল লিভিং সার্টিফিকেটে প্রত্যেকেরই বয়স লেখা থাকে। সুতরাং সেই বয়সই হবে প্রত্যেকের প্রকৃত বয়স এবং সেই স্কুল লিভিং সার্টিফিকেটকেই বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে।