রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ফের একবার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস (NTPC) পরীক্ষার মাধ্যমে- কলকাতা, মালদা এবং শিলিগুড়িতে স্টেশন মাস্টার এবং সিনিয়র ক্লার্ক পদ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় যেমন মোট পদ সংখ্যা, মাসিক বেতন, প্রয়োজনীয় বয়সসীমা ও যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদের নামঃ স্টেশন মাস্টার (Station Master)
▪ শূন্যপদ সংখ্যাঃ স্টেশন মাস্টার পদের জন্য মোট শূন্য পদে রয়েছে ৯৯৪. তবে কলকাতায় ৬৮টি; মালদায় ৩০টি এবং শিলিগুড়িতে ছয়টি শূন্য পদে স্টেশন মাস্টার নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ স্টেশন মাস্টার আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৬ হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ স্টেশন মাস্টার পদে আবেদন করার জন্য প্রার্থীর অন্ততপক্ষে স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে।
▪ মাসিক বেতনঃ স্টেশন মাস্টার হিসাবে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ৩৫,৪০০ টাকা।
▪ পদের নামঃ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
▪ শূন্যপদ সংখ্যাঃ মোট শূন্য পদে রয়েছে ৯৯৪. তবে কলকাতায় ১৪৩; মালদায় ১২টি এবং শিলিগুড়িতে ২টি অর্থাৎ মোট ১৫৭টি শূন্য পদে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৩. এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জানতে হবে।
▪ মাসিক বেতনঃ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে আপনার মাসিক বেতন হবে ২৯,২০০ টাকা।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ কম্পিউটার বেসড পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথম ধাপে পরীক্ষা হবে ৯০মিনিটে ১০০ নম্বরের। যেখানে ৪০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস; ৩০ নম্বরের সাধারণ গণিত এবং বাকি ৩০ নম্বরের GI & Reasoning থাকবে। দ্বিতীয় ধাপে আবার ১২০ নম্বরের আরও একটি লিখিত পরীক্ষা হবে।
▪ আবেদনের তারিখ সমূহ ; সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। কিছু পদের ক্ষেত্রে আবার স্কিল টেস্টও নেওয়া হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।
▪ Examination Fees ; PwBD / Female /Transgender/ Ex-Servicemen/ SC/ST/Minority Communities/ EBC-ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ এক্সামিনেশন ফি দিতে হবে এবং বাদ বাকি ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে।
▪ আবেদন প্রক্রিয়াঃ আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন করতে বলা হয়েছে। অনলাইন আবেদন করার জন্য-
১) সর্বপ্রথম আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২) দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন।
৩) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তৃতীয় ধাপে পুনরায় সেই ওয়েবসাইটে লগইন করুন।
৪) এরপর খুব সহজেই আপনি নিজের পছন্দের পদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।
আবেদন করার পর অবশ্যই অফশিয়াল বিজ্ঞপ্তির ২৫ থেকে ২৭ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
লগইন করুন👉 | ক্লিক করুন |
রেজিস্ট্রেশন করুন | Download Now |
অফিশিয়াল নোটিশ | Download Now |