Saturday, December 21, 2024

১৬ হাজার টাকা মাসিক বেতন, রাজ্যে Data entry operator পদে কর্মী নিয়োগ! ছেলে মেয়ে উভয় আবেদন

জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে জেলার মিড ডে মিল প্রোগ্রামের অধীনে, গ্রুপ সি লেভেলের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত সরকারি চাকরি প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করার ইচ্ছে বা স্বপ্ন রয়েছে, তাদের জন্যই আজকের এই সরকারি চাকরির খবর। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন।

▪ পদের নাম ; ডেটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)

▪ মাসিক বেতন : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আপনি মাসিক বেতন হবে ১৬,০০০ টাকা বেতন পাবেন।

▪ শূন্যপদ সংখ্যা ; ৫টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে।

▪ বয়সসীমা : বর্তমানে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স্ক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়মানুযায়ী SC/ST/OBC প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ; বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের যেকোনো শাখায় প্রথমত স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও প্রার্থীর কম্পিউটারের সাধারণ জ্ঞান, MS অফিসের কাজ জানতে হবে সেই সঙ্গে এবং ভালো টাইপিং স্পিড থাকতে হবে।

 

▪ কিভাবে আবেদন করতে হবে : আবেদনে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন করতে বলা হয়েছে। অনলাইন আবেদন লিংক নিচে দেওয়া হয়েছে। অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।
১) প্রথমে নিচে দেওয়া ‘Login’ অপশনে লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২) যদি আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে নিচে দেওয়া ‘Registration‘ লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে, সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তৃতীয় ধাপে আবার লগইন পেজে গিয়ে মোবাইল নম্বর,পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করে নিন।
৪) লগইন করার পর আপনারা খুব সহজেই উক্ত পদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।

▪ অনলাইন আবেদন সংক্রান্ত সমস্ত গাইডলাইন পেতে এখানে ক্লিক করুন’।

 

▪ নিয়োগ প্রক্রিয়া ; প্রার্থীদের তিনটি ধাপে বাছাই করে মূল পদে নিয়োগ করা হবে।
১) প্রথম ধাপে তাদের ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে।
২) দ্বিতীয় ধাপে সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে।
৩) সব শেষে তাদের ১০ নম্বরের ভাইভা টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে।

▪ আবেদনের তারিখ সমূহ ; আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সেপ্টেম্বর মাসের ৪ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয় ;

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
লগইন করতে ক্লিক করুন
রেজিস্ট্রেশন করুন ক্লিক করুন
অনলাইন আবেদন  ক্লিক করুন
আবেদনের গাইডলাইন ডাউনলোড করুন
Admit Card সংক্রান্ত তথ্য এখানে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
Official Notification Download Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo