পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা অ্যাপ্রেন্টিস হিসেবে চাকরি করতে ইচ্ছুক; তাদের সকলকে অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি বিস্তারিত করে দেখুন।
▪ পদের নামঃ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখানে শিক্ষানবিস বা অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ সংখ্যাঃ বিভিন্ন ক্যাটাগরির পদ মিলিয়ে এখানে মোট ৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স : যেকোনো একটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করা হয়নি।
▪ শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনি ‘B.A, B.Sc, ITI, B.Tech, B.E, M.A’র মতো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
▪ আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর-
১) প্রথম ধাপে রেজিস্ট্রেশন করানো হয়ে গেলে;
২) দ্বিতীয় ধাপে ‘www.powergrid.in’ ভিজিট করুন।
৩) এরপর প্রথমে Careers , সিলেক্ট করে দ্বিতীয় ধাপে ‘Engagement of Apprentices’ অপশনে ক্লিক করুন।
৪) সেখানে ‘Apply Online’ ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন।
▪ আবেদনের তারিখ সমূহ ; আগ্রহী প্রার্থীরা আগস্ট মাসের ২০ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
▪ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ ;
Subject | Link |
---|---|
Apply Now | Click Here |
Login For Apply | Click Here |
Official Notification | Click Here |
Official Website | Click Here |
NAPS Registration Link | Click Here |
NATS Registration Link | Click Here |